নিউজ ডেস্ক: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ আশা নামের এক মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে তাকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশাদুল শাহ ওরফে আশা (৪২) দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বৌ-বাজার পাড়ার মিটে শাহের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আশরাফের নেতৃত্বে এএসআই সহিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার করে দর্শনা পৌর এলাকার হল্ট স্টেশন এলাকার বৌ-বাজার নামক পাড়ায়। এবং আলোচিত মাদকব্যবসায়ী আশাদুল শাহ ওরফে আশার বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এসময় আশার বাড়ির দ্বিতীয় তলার চিলেকোঠার একটি ঘরে লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারি দল এবং বাড়িতে মাদকদ্রব্য রাখার অপরাধে গ্রেফতার করা হয় আলোচিত মাদকব্যবসায়ী আশাকে। এঘটনায় গ্রেফতারকৃত আশার বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই আশরাফ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। তাকে গতকালই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযানে পরিচালনায় আরও ছিলেন, ডিবি পুলিশের এসআই ইব্রাহীম, এসআই সিদ্দিক, এএসআই শহীদ সহ সঙ্গীয় ফোর্স।