ওয়ান শুটার গান ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৪:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ কালীগঞ্জের শহরের বলিদাপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান বিপ্লব (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে যশোর জেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এক ব্যবসায়ির সার গোডাউনের পিছনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এসময় দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেলের গতিরোধ করে আসাদুজ্জামান বিপ্লবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল এবং যশোর থেকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছি বলে জানায় পুলিশ। বিপ্লব পেশায় একজন অস্ত্র ব্যবসায়ি। গোয়েন্দা পুলিশ বলছেন, সে দীর্ঘদিন যশোর থেকে অস্ত্র এনে কালীগঞ্জ এলাকায় বিভিন্ন সন্ত্রাসিদের কাছে বিক্রি করতো। সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে নানা ধরনের অপরাধ মুলক ঘটনা ঘটাতো। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ান শুটার গান ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ

আপডেট সময় : ১১:৫৪:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ কালীগঞ্জের শহরের বলিদাপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান বিপ্লব (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে যশোর জেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এক ব্যবসায়ির সার গোডাউনের পিছনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এসময় দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেলের গতিরোধ করে আসাদুজ্জামান বিপ্লবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল এবং যশোর থেকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছি বলে জানায় পুলিশ। বিপ্লব পেশায় একজন অস্ত্র ব্যবসায়ি। গোয়েন্দা পুলিশ বলছেন, সে দীর্ঘদিন যশোর থেকে অস্ত্র এনে কালীগঞ্জ এলাকায় বিভিন্ন সন্ত্রাসিদের কাছে বিক্রি করতো। সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে নানা ধরনের অপরাধ মুলক ঘটনা ঘটাতো। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।