মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর গাংনীতে একটি দেশী অস্ত্র ও ৪ কেজি গাজা সহ আব্দুল হান্নান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলার করমদী গ্রামের খুশির বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হান্নান করমদী গ্রামের আফেল উদ্দিনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, করমদী এলাকা দিয়ে মাদক ও অস্ত্র পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশি শুটার গান ও ৪ কেজি গাজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, হান্নানের বিরুদ্ধে গাংনী ও আশেপাশের থানায় অস্ত্র ও মাদকের ৬টি মামলা রয়েছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ