দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান
নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের সর্দারপাড়া থেকে ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক ম‚ল্য ২৬ হাজার ৮শ’ টাকা। এদিকে, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্যান্ড থেকে ৬টি শাল, ৩টি শার্ট পিচ, ২টি স্পিকার এবং ৫টি বেটনোভেট ক্রীম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪১ হাজার ৫শ’ টাকা। অপরদিকে, গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্যান্ড থেকে ১৪টি শাড়ী, ১টি লেহেংগা, ৬টি জামা, ২টি টুপিচ, ১টি থ্রীপিচ, ৬টি নবরতœ তৈল এবং ১৬০ জোড়া কাচের চুড়ি উদ্ধার করে। যার আনুমানিক ম‚ল্য ১ লাখ ১২ হাজার ৬শ’ টাকা।এদিকে, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্যান্ড থেকে ৯টি থ্রীপিচ, ৫টি প্লাজু, ২টি জায়নামাজ, ৯টি ওড়না এবং ৬ জোড়া জুতা উদ্ধার করে। যার আনুমানিক ম‚ল্য ৭৮ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল এবং ৬৭ বোতল ফেন্সিডিলের সর্বমোট ম‚ল্য ২ লাখ ৫৮ হাজার ৯শ’ টাকা। উদ্ধারকৃত মালামাল এবং ফেন্সিডিল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।