মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেছেন মসজিদ মাদ্রাসা মহান আল্লাহ পাকের ঘর। মসজিদ মাদ্রাসায় দান করলে মানুষের অর্থ ফুরায় না, বরং বাড়ে। গোলাম রসুল বলেন মানুষের সেবা করা যেমন মহত্বের পরিচয় বহন করে তেমনী দান খয়রাতও অনুরুপ কাজের সামিল। তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের ঘরের প্রতি বেশি করে নজর দিই। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ঘর উদ্বোধন এবং পবিত্র কোরআন শরীফ পড়ানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে একথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল আরো বলেন বর্তমান সরকার আমাদের সুযোগ করে দিয়েছে মসজিদ মাদ্রাসার দেখা শুনা করার জন্য। তাই আমরা চেষ্টা করছিল আরো বেশি করে সাহায্য সহযোগিতা করার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাকেন আওয়ামী লীগ নেতা আ. কাসে, আমানুল্লাহ, ইউপি সদস্য ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজ, জেলা ছাত্র লীগের সাবেক সম্পাদক জুয়েল রানা প্রমুখ। পরে গোলাম রসুল মাদ্রাসার নামফলক উম্মোচন করেন এবং পবিত্র কোরআন শরীফ পড়ানোর উদ্বোধন করেন। পরে সেখানে মোনাজাত করা হয়।
বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ