নিউজ ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ ‘কয়েকজন’ সন্দেহভাজনকে আটক করেছে। এই বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় জন নিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
চীনে শিল্প কারখানায় এটি ছিল সর্বশেষ বিস্ফোরণের ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় নিউজ সাইটে দেয়া বিভিন্ন ছবিতে ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।
কোম্পানির মালিকের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংদা নামের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য, ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে কন্টেইনার সংরক্ষণাগারে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়।



















































