শিরোনাম :
Logo ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন প্রাণহানি ৫ জনের Logo গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উঠানোর নির্দেশ Logo সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে  ক্লিনিং ক্যাম্পেইন মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান Logo রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক Logo কচুয়ার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১ Logo দেশে উৎপাদিত হচ্ছে বিদেশি ফল রামবুটান Logo রাকসু নির্বাচনের এক দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo শেরপুর ডিসি অফিসের ড্রাইভারের নাম জড়িয়ে মাদক উদ্ধারের অপপ্রচার Logo টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির প্রথম জরুরি সভা অনুষ্ঠিত

অর্ধ কোটি ছাড়িয়ে ‘মেন্টাল ফেমিলি’

  • আপডেট সময় : ০৮:০০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীপু হাজরা পরিচালিত একক নাটক ‘মেন্টাল ফেমিলি’। বৃন্দাবন দাস রচিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ. খ. ম. হাসান, শাহনাজ খুশী। ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে নাটকটি প্রচারিত হয়েছে। এদিকে ইউটিউবে নাটকটি এ পর্যন্ত ৫২ লাখবার দেখা হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, টেলিভিশন দর্শক মূল্যায়নের একক টি.আর.পি-তে দেখা যায়- প্রায় ৩৫০/৪০০ ঈদের নাটকের মধ্যে ‘মেন্টাল ফেমিলি’ নাটকের অবস্থান নবম। অন্যদিকে ইউটিউব পর্যালোচনা করে দেখা যায়, ইউটিউবে প্রকাশের দুই সপ্তাহ যেতে না যেতেই নাটকটি দেখা হয়েছে প্রায় ৫২ লাখবার। যা এই ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে সর্বোচ্চ।’

গ্রাম্য পটভূমিতে নাটকটির গল্প গড়ে উঠেছে। গল্পে দেখা যায়, আ খ ম হাসানের শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। সে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসেছে। কিন্তু শ্বশুর বাড়ি আসার পর তার ভাব এমন যে, সে পিএইচডি করা ব্যক্তি। সে কাউকে পাত্তা দেয় না। সে বাড়িতে আসার পর কেন তাকে ঠিকঠাক মতো রিসিপশন দেয়া হলো না। কেন তার জন্য ডাব কাটা হলো না, কেন মুরগির মাংস রান্না করা হলো না এসব বিষয় নিয়ে শ্বশুর বাড়িতে আউলা-ঝাউলা লাগিয়ে দেয়। এছাড়া মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে তার তেমন কোনো মূল্যায়ন বা গ্রহণযোগ্যতা থাকে না। আর যদি বাবা কিংবা মার মৃত্যু হয় তা হলে তো আরো না। নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্যে এই বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে কথা হয় নাটকটির রচয়িতা বৃন্দাবন দাসের সঙ্গে। তিনি বলেন, ‘‘আমি যখন নাটক লিখি, তখন প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো, চেষ্টা থাকে যেন সব নাটকই ভালো হয়। কোন নাটক দর্শক কীভাবে নেবে সেটা বলা মুশকিল। তবে ‘মেন্টাল ফেমিলি’-এর ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে দর্শকের এত এত ভালোবাসা ও মন্তব্য পেয়ে।’’

পরিচালক দীপু হাজরা আরো বলেন, ‘‘বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধির আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে আমার পূর্ণ ঈদের আনন্দ। আর সেই আনন্দ আরো রাঙিয়ে তুলল ‘মেন্টাল ফেমিলি’। ধন্যবাদ বৃন্দাবন দাদা, ধন্যবাদ চঞ্চল দা, খুশি আপা, আ. খ. ম হাসান, মিলিসহ সকল শিল্পী ও কলাকুশলীদের। যাদের পরিশ্রমে একটি ‘মেন্টাল ফেমিলি’ তৈরি হয়েছে।’’

বৃন্দাবন দাস রচিত ও দীপু হাজরা পরিচালিত উল্লেখযোগ্য নাটক হলো ‘শাপলা স্টুডিও’, ‘গান মজিদ’, ‘লাভ রশিদ’, ‘মফিজ বি.এস.সি’, ‘সেতু-বন্ধন’, ‘উসিলা’, ‘হেপি ফেমিলি’ প্রভৃতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন প্রাণহানি ৫ জনের

অর্ধ কোটি ছাড়িয়ে ‘মেন্টাল ফেমিলি’

আপডেট সময় : ০৮:০০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮

নিউজ ডেস্ক:

দীপু হাজরা পরিচালিত একক নাটক ‘মেন্টাল ফেমিলি’। বৃন্দাবন দাস রচিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ. খ. ম. হাসান, শাহনাজ খুশী। ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে নাটকটি প্রচারিত হয়েছে। এদিকে ইউটিউবে নাটকটি এ পর্যন্ত ৫২ লাখবার দেখা হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, টেলিভিশন দর্শক মূল্যায়নের একক টি.আর.পি-তে দেখা যায়- প্রায় ৩৫০/৪০০ ঈদের নাটকের মধ্যে ‘মেন্টাল ফেমিলি’ নাটকের অবস্থান নবম। অন্যদিকে ইউটিউব পর্যালোচনা করে দেখা যায়, ইউটিউবে প্রকাশের দুই সপ্তাহ যেতে না যেতেই নাটকটি দেখা হয়েছে প্রায় ৫২ লাখবার। যা এই ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে সর্বোচ্চ।’

গ্রাম্য পটভূমিতে নাটকটির গল্প গড়ে উঠেছে। গল্পে দেখা যায়, আ খ ম হাসানের শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। সে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসেছে। কিন্তু শ্বশুর বাড়ি আসার পর তার ভাব এমন যে, সে পিএইচডি করা ব্যক্তি। সে কাউকে পাত্তা দেয় না। সে বাড়িতে আসার পর কেন তাকে ঠিকঠাক মতো রিসিপশন দেয়া হলো না। কেন তার জন্য ডাব কাটা হলো না, কেন মুরগির মাংস রান্না করা হলো না এসব বিষয় নিয়ে শ্বশুর বাড়িতে আউলা-ঝাউলা লাগিয়ে দেয়। এছাড়া মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে তার তেমন কোনো মূল্যায়ন বা গ্রহণযোগ্যতা থাকে না। আর যদি বাবা কিংবা মার মৃত্যু হয় তা হলে তো আরো না। নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্যে এই বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে কথা হয় নাটকটির রচয়িতা বৃন্দাবন দাসের সঙ্গে। তিনি বলেন, ‘‘আমি যখন নাটক লিখি, তখন প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো, চেষ্টা থাকে যেন সব নাটকই ভালো হয়। কোন নাটক দর্শক কীভাবে নেবে সেটা বলা মুশকিল। তবে ‘মেন্টাল ফেমিলি’-এর ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে দর্শকের এত এত ভালোবাসা ও মন্তব্য পেয়ে।’’

পরিচালক দীপু হাজরা আরো বলেন, ‘‘বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধির আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে আমার পূর্ণ ঈদের আনন্দ। আর সেই আনন্দ আরো রাঙিয়ে তুলল ‘মেন্টাল ফেমিলি’। ধন্যবাদ বৃন্দাবন দাদা, ধন্যবাদ চঞ্চল দা, খুশি আপা, আ. খ. ম হাসান, মিলিসহ সকল শিল্পী ও কলাকুশলীদের। যাদের পরিশ্রমে একটি ‘মেন্টাল ফেমিলি’ তৈরি হয়েছে।’’

বৃন্দাবন দাস রচিত ও দীপু হাজরা পরিচালিত উল্লেখযোগ্য নাটক হলো ‘শাপলা স্টুডিও’, ‘গান মজিদ’, ‘লাভ রশিদ’, ‘মফিজ বি.এস.সি’, ‘সেতু-বন্ধন’, ‘উসিলা’, ‘হেপি ফেমিলি’ প্রভৃতি।