ইসলাম জার্মানির ধর্ম নয়: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইসলাম জার্মানির ধর্ম নয় বলে মন্তব্য করেছেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফের। খ্রিস্টধর্মের ভিত্তিতে জার্মানি গড়ে উঠেছে দাবি করে ‘বিল্ড’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ কথা বলেছেন। এর মাধ্যমে তিনি উগ্র ইসলাম বিদ্বেষীদের উসকানি দিলেন বলে মনে করা হচ্ছে।

যেসব আশ্রয়প্রার্থী রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ হয়েছে তাদের অবিলম্বে সেদেশ থেকে বের করে দেয়া হবে বলে তিনি ঘোষণা করেন। এ ধরনের আশ্রয়প্রার্থীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী।

হোর্স্ট সিহোফের হচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিএসইউর অন্যতম প্রভাবশালী নেতা।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এও বলেছেন যে, যেসব মুসলমান জার্মানিতে বসবাস করছেন তারা জার্মানির মানুষ।

অ্যাঙ্গেলা মার্কেল কয়েকটি রক্ষণশীল দলের সমর্থন নিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছেন। সরকারে ওই সব দলের প্রভাবের কারণে জার্মানিতে ইসলাম বিদ্বেষী তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলাম জার্মানির ধর্ম নয়: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

নিউজ ডেস্ক: ইসলাম জার্মানির ধর্ম নয় বলে মন্তব্য করেছেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফের। খ্রিস্টধর্মের ভিত্তিতে জার্মানি গড়ে উঠেছে দাবি করে ‘বিল্ড’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ কথা বলেছেন। এর মাধ্যমে তিনি উগ্র ইসলাম বিদ্বেষীদের উসকানি দিলেন বলে মনে করা হচ্ছে।

যেসব আশ্রয়প্রার্থী রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ হয়েছে তাদের অবিলম্বে সেদেশ থেকে বের করে দেয়া হবে বলে তিনি ঘোষণা করেন। এ ধরনের আশ্রয়প্রার্থীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী।

হোর্স্ট সিহোফের হচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিএসইউর অন্যতম প্রভাবশালী নেতা।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এও বলেছেন যে, যেসব মুসলমান জার্মানিতে বসবাস করছেন তারা জার্মানির মানুষ।

অ্যাঙ্গেলা মার্কেল কয়েকটি রক্ষণশীল দলের সমর্থন নিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছেন। সরকারে ওই সব দলের প্রভাবের কারণে জার্মানিতে ইসলাম বিদ্বেষী তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।