রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

তোমাকে ছাড়া জীবন আগের মতো থাকবে না

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শ্রীদেবীর শেষ বিদায়ের পর বুধবার তারই টুইটার অ্যাকাউন্ট থেকে শেষবারের মতো টুইট করলেন অভিনেত্রীর স্বামী বনি কাপুর। স্ত্রীর মুখাগ্নি করার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘ভালো থেকো, আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমাদের জীবন আর আগের মতো থাকবে না’। খবর এবেলাডটইনের।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, শনিবার স্ত্রীর মৃত্যুর পর বনি কান্নায় এতটাই ভেঙে পড়েছিলেন যে, কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। তবে বুধবার শ্রীদেবীর মরদেহ ছাই হয়ে যাওয়ার পর টুইটারে স্ত্রীকে নিয়ে বিবৃতি দিয়েছেন তার প্রযোজক স্বামী। স্ত্রীর স্মৃতিচারণ করে বনি লিখেছেন, ‘সারা বিশ্বের কাছে ও ছিল চাঁদনি… কিন্তু আমার কাছে ও ছিল ভালোবাসা, বন্ধু, আমার দুই মেয়ের মা। মেয়েদের কাছে ওই ছিল সব, ওদের জীবন। ওকে কেন্দ্র করেই ছিল আমাদের পরিবার’।

বলিউডের ‘চাঁদনি’র আকস্মিক মৃত্যুর পর কাপুর পরিবারের ‘কঠিন সময়ে’ বনি এবং তার দুই মেয়ে জাহ্নবী ও খুশির পাশে দাঁড়িয়েছেন বনির প্রথম পক্ষের সন্তান অভিনেতা অর্জুন এবং মেয়ে অংশুলা। বিবৃতিতে সে কথাও উল্লেখ করেছেন বনি। লিখেছেন, ‘এই মুহূর্তে আমার প্রধান দায়িত্ব দুই মেয়েকে আগলে রাখা।… শ্রী ছিল আমাদের জীবন, শক্তি এবং আমাদের হাসির কারণ’।

শনিবার শ্রীদেবীর মৃত্যুর খবরের আগেই ‘রহস্যময়’ টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। তারপর গত কয়েক দিন ‘আখরি রাস্তা’র নায়িকাকে নিয়ে আর কোনও টুইট করেননি তিনি। অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার পর কাইফি আজমির একটি শের অমিতাভ টুইট করেন।

টুইটারে অমিতাভ লেখেন, ‘রহনে কো সদা দেহর আতা নেহি কোই, তুম জ্যায়সে গ্যয়ে অ্যায়সে ভি যাতা নেহি কোই’। অর্থাৎ পৃথিবীতে চিরকাল কেউ থাকতে আসে না। কিন্তু তুমি যেভাবে গেলে সেভাবেও কেউ যায় না। অমিতাভ জানিয়েছেন, শ্রীদেবীর অন্ত্যেষ্টির সময় জাভেদ আখতার তাকে শেরটি শুনিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

তোমাকে ছাড়া জীবন আগের মতো থাকবে না

আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮

নিউজ ডেস্ক: শ্রীদেবীর শেষ বিদায়ের পর বুধবার তারই টুইটার অ্যাকাউন্ট থেকে শেষবারের মতো টুইট করলেন অভিনেত্রীর স্বামী বনি কাপুর। স্ত্রীর মুখাগ্নি করার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘ভালো থেকো, আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমাদের জীবন আর আগের মতো থাকবে না’। খবর এবেলাডটইনের।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, শনিবার স্ত্রীর মৃত্যুর পর বনি কান্নায় এতটাই ভেঙে পড়েছিলেন যে, কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। তবে বুধবার শ্রীদেবীর মরদেহ ছাই হয়ে যাওয়ার পর টুইটারে স্ত্রীকে নিয়ে বিবৃতি দিয়েছেন তার প্রযোজক স্বামী। স্ত্রীর স্মৃতিচারণ করে বনি লিখেছেন, ‘সারা বিশ্বের কাছে ও ছিল চাঁদনি… কিন্তু আমার কাছে ও ছিল ভালোবাসা, বন্ধু, আমার দুই মেয়ের মা। মেয়েদের কাছে ওই ছিল সব, ওদের জীবন। ওকে কেন্দ্র করেই ছিল আমাদের পরিবার’।

বলিউডের ‘চাঁদনি’র আকস্মিক মৃত্যুর পর কাপুর পরিবারের ‘কঠিন সময়ে’ বনি এবং তার দুই মেয়ে জাহ্নবী ও খুশির পাশে দাঁড়িয়েছেন বনির প্রথম পক্ষের সন্তান অভিনেতা অর্জুন এবং মেয়ে অংশুলা। বিবৃতিতে সে কথাও উল্লেখ করেছেন বনি। লিখেছেন, ‘এই মুহূর্তে আমার প্রধান দায়িত্ব দুই মেয়েকে আগলে রাখা।… শ্রী ছিল আমাদের জীবন, শক্তি এবং আমাদের হাসির কারণ’।

শনিবার শ্রীদেবীর মৃত্যুর খবরের আগেই ‘রহস্যময়’ টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। তারপর গত কয়েক দিন ‘আখরি রাস্তা’র নায়িকাকে নিয়ে আর কোনও টুইট করেননি তিনি। অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার পর কাইফি আজমির একটি শের অমিতাভ টুইট করেন।

টুইটারে অমিতাভ লেখেন, ‘রহনে কো সদা দেহর আতা নেহি কোই, তুম জ্যায়সে গ্যয়ে অ্যায়সে ভি যাতা নেহি কোই’। অর্থাৎ পৃথিবীতে চিরকাল কেউ থাকতে আসে না। কিন্তু তুমি যেভাবে গেলে সেভাবেও কেউ যায় না। অমিতাভ জানিয়েছেন, শ্রীদেবীর অন্ত্যেষ্টির সময় জাভেদ আখতার তাকে শেরটি শুনিয়েছিলেন।