নিউজ ডেস্ক:
গুয়েতেমালার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জোর দিয়ে বলেছেন, ইসরাইলে অবস্থিত দেশটির দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট জিমি মোরালেসের পরিকল্পনার কোন পরিবর্তন করা হবে না। তিনি দেশটির এ সিদ্ধান্তের প্রতি ‘সম্মান’ জানাতে সমালোচকদের প্রতি আহবান জানিয়েছেন। খবর এএফপি’র।
১৯৯৬ সালে গুয়েতেমালার গৃহযুদ্ধ অবসানের স্মরণ সভা অনুষ্ঠান চলাকালে সান্দ্রা জোভেল সাংবাদিকদের বলেন, ‘জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা পরিবর্তন করা হবে না।’
ফিলিস্তিনি নাগরিকসহ সমালোচকদের জবাবে তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশ তাদের দেশের বৈদেশিক নীতিমালা অনুযায়ী যেসব সিদ্ধান্ত গ্রহণ করে গুয়েতেমালা সরকার সেসব সিদ্ধান্তের ব্যাপারে অনেক শ্রদ্ধাশীল। সুতরাং আমরা মনে করি গুয়েতেমালার সিদ্ধান্তের প্রতিও অন্য দেশগুলোর সম্মান জানানো উচিত।’
গত রোববার মোরালেস অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলে অবস্থিত দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার ঘোষণা দেন। এদিকে যুক্তরাষ্ট্রের একই সিদ্ধান্তে জাতিসংঘ সাধারণ পরিষদে এর কঠোর নিন্দা জানানো হয়।