জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে খ্রিষ্ঠান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে আজ গির্জাগুলোতে ভীড় করতে থাকে খ্রিষ্ঠান ধর্মাবলম্বী নারী-পুরুষ। ধর্মীয় আলোচনার পাশাপাশি দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রভু যিশুর প্রার্থনা করা হয়। পরে কেক কেটে সবাই আনন্দ উল্লাসের পাশাপাশি খাবার বিনিময় করেন। ধর্মগুরুরা জানান, বড় দিন আমাদের জন্য যিশুর একটি আর্শিবাদ। এই দিনে আমরা দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করি।