রুশ বাহিনীতে যুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন !

  • আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ তৈরি করেছে রাশিয়া। ‘বোরেই-২’ শ্রেণির এ ডুবোজাহাজটির নাম ‘দ্য নিয়াজ ভ্লাদিমির’ বা ‘প্রিন্স ভ্লাদিমির’।

বিশেষজ্ঞদের ধারণা, সাবমেরিনটি ছয় হাজার থেকে নয় হাজার ৩০০ কি.মি দূরের কোন লক্ষ্যবস্তুকে নিমেষেই ধুলিৎসাত করতে পারবে বলে। এ সাবমেরিনটির আরেকটি বিশেষণ হচ্ছে, এটি ২০টি পরমাণু অস্ত্র একসঙ্গে ছুড়ে টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। সাবমেরিনগুলো রাড়ারে ধরা পড়বে না বলেও জানান বিশেষজ্ঞরা।

২০‌১২ সালে রাশিয়ার সেভম্যাশ শিপইয়ার্ডে সাবমেরিনটি তৈরির কাজ শুরু হয়। আসছে বছরে এটি রুশ বাহিনীর হাতে তুলে দেয়া হবে। জানা গেছে, আগামী ২০২৫’র মধ্যে মোট আটটি এই শ্রেণির সাবমেরিন তৈরি করবে রাশিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের বাগদত্তা কে এই জেদনী

রুশ বাহিনীতে যুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন !

আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ তৈরি করেছে রাশিয়া। ‘বোরেই-২’ শ্রেণির এ ডুবোজাহাজটির নাম ‘দ্য নিয়াজ ভ্লাদিমির’ বা ‘প্রিন্স ভ্লাদিমির’।

বিশেষজ্ঞদের ধারণা, সাবমেরিনটি ছয় হাজার থেকে নয় হাজার ৩০০ কি.মি দূরের কোন লক্ষ্যবস্তুকে নিমেষেই ধুলিৎসাত করতে পারবে বলে। এ সাবমেরিনটির আরেকটি বিশেষণ হচ্ছে, এটি ২০টি পরমাণু অস্ত্র একসঙ্গে ছুড়ে টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। সাবমেরিনগুলো রাড়ারে ধরা পড়বে না বলেও জানান বিশেষজ্ঞরা।

২০‌১২ সালে রাশিয়ার সেভম্যাশ শিপইয়ার্ডে সাবমেরিনটি তৈরির কাজ শুরু হয়। আসছে বছরে এটি রুশ বাহিনীর হাতে তুলে দেয়া হবে। জানা গেছে, আগামী ২০২৫’র মধ্যে মোট আটটি এই শ্রেণির সাবমেরিন তৈরি করবে রাশিয়া।