শিরোনাম :
Logo সাজিদের ইস্যুতে ইবি শিক্ষার্থীদের মৌন অবস্থান, আমরণ অনশনের হুঁশিয়ারি Logo ফিলিপাইনে ভয়াবহ বন্যা Logo ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৫ Logo বীরগঞ্জে রাস্তার গাছ কাটা ও চাঁদা দাবীর অপরাধে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা Logo শেষবিদায় দিলেন মেয়ের কফিনে চুমু দিয়ে Logo বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার Logo আজ এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত Logo কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo মাইলস্টোন ট্র্যাজেডির সত্য উদঘাটন ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে সাচার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রজনীকান্তের জন্মদিনে কী উপহার দিলেন কোলাভেরি ডি খ্যাত জামাই ধানুশ?

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিনি সুপারস্টার। শুধু দক্ষিণের নয়। ভারতীয় সিনেমাতেও তার মতো নায়ক মেলা দুষ্কর। নায়কমাত্রই লার্জার দ্যান লাইফ। কিন্তু নায়কদেরও লার্জার যদি কেউ থেকে থাকেন, তবে তিনি নিঃসন্দেহে রজনীকান্ত। তার কীর্তিকলাপ নিয়ে অসংখ্য ঠাট্টা, নেটদুনিয়ায় রসিকতার ছড়াছড়ি।

রুপালি পর্দা ছাড়িয়েও তার দীর্ঘতম ছায়া পড়ছে ভারতীয় সিনেমার ইতিহাসে। হ্যাঁ, পপুলার এন্টারটেনমেন্টের ইতিহাস লিখতে একটা অধ্যায় রজনীকান্তের নামে না তুলে রেখে উপায় নেই।

১২ ডিসেম্বর তার জন্মদিন। দিকে দিকে আকুল ভক্তরা। চলছে নানা কর্মকাণ্ড।
এর মধ্যেই শ্বশুরের জন্য আলাদা উপহার তুলে রাখলেন ধানুশ। তিনি নিজেও দক্ষিণের জনপ্রিয় স্টার। বলিউডেও পরিচিত মুখ। কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে।

একদা গান গেয়েও বাজার মাতিয়ে দিয়েছিলেন। মুখে মুখে ফিরেছিল তার ‘কোলাভেরি ডি’। তবে গায়ক-অভিনেতার পাশাপাশি তার আলাদা একটি সত্ত্বাও আছে। তিনি প্রযোজকও বটে। সহ-প্রযোজক হিসেবে রজনীকান্তের ‘কালা’ সিনেমাটির সঙ্গে যুক্ত ধানুশ। রজনীকান্তের জন্মদিনেই সে সিনেমার ইংলিশ ও তামিল পোস্টার শেয়ার করেছেন তিনি। ভক্তদের মাঝে পোস্টার ছড়িয়ে দিতে রজনীকান্তের জন্মদিনের মুহূর্ত ছাড়া ভালো সময় আর কী হতে পারে!

‘কালা’ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল এ বছর মে মাসে। ছবিতে নানা পাটেকর, হুমা কুরেশির মতো বলি অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করছেন। ধারাবি বস্তির একজন গডফাদারের মতো চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। শুটিংয়ের সময় থেকেই ভক্তদের মধ্যে তা নিয়ে ছিল তুমুল উন্মাদনা। দ্বিতীয় পোস্টারে রজনীকান্তের লুকে তা আরও খানিকটা বাড়ল।

যদিও ভক্তদের কাছে এ দিনটি উৎসবের, কিন্তু উন্মাদনায় খানিকটা রাশ টেনেছেন তালাইভা নিজেই। গত তিন বছর ধরেই সেভাবে জন্মদিন পালন করেননি তিনি। ২০১৫ সালে চেন্নাইয়ে বন্যার কারণে, ২০১৬-তে জয়ললিতার মৃত্যু ইত্যাদি কারণে সেলিব্রেশনে না বলেছিলেন রজনীকান্ত। এবছরও চলেছে অক্ষির দাপট। বিপর্যস্ত হয়েছে দক্ষিণের জনজীবন। তাই এবছরও সেলিব্রেশনে গররাজি তালাইভা।

তবে বরাবরই এই দিনটিতে তিনি ভক্তদের থেকে একটু দূরে দূরেই থাকেন। তার কারণও জানিয়েছিলেন রজনীকান্ত। কোনও এক বছর এই জন্মদিন সেলিব্রেশন করে ফেরার পথেই তার তিন ভক্তের মৃত্যু হয়েছিল। তারপর থেকে ভক্তদের আশীর্বাদ জন্মদিনে তিনি মাথা পেতে নেন। কিন্তু ভক্তদের পাগলামো যাতে চূড়ান্ত পর্যায়ে না পৌঁছায় সেদিকেও নজর রাখেন। এবছরটাও তার ব্যতিক্রম নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাজিদের ইস্যুতে ইবি শিক্ষার্থীদের মৌন অবস্থান, আমরণ অনশনের হুঁশিয়ারি

রজনীকান্তের জন্মদিনে কী উপহার দিলেন কোলাভেরি ডি খ্যাত জামাই ধানুশ?

আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

তিনি সুপারস্টার। শুধু দক্ষিণের নয়। ভারতীয় সিনেমাতেও তার মতো নায়ক মেলা দুষ্কর। নায়কমাত্রই লার্জার দ্যান লাইফ। কিন্তু নায়কদেরও লার্জার যদি কেউ থেকে থাকেন, তবে তিনি নিঃসন্দেহে রজনীকান্ত। তার কীর্তিকলাপ নিয়ে অসংখ্য ঠাট্টা, নেটদুনিয়ায় রসিকতার ছড়াছড়ি।

রুপালি পর্দা ছাড়িয়েও তার দীর্ঘতম ছায়া পড়ছে ভারতীয় সিনেমার ইতিহাসে। হ্যাঁ, পপুলার এন্টারটেনমেন্টের ইতিহাস লিখতে একটা অধ্যায় রজনীকান্তের নামে না তুলে রেখে উপায় নেই।

১২ ডিসেম্বর তার জন্মদিন। দিকে দিকে আকুল ভক্তরা। চলছে নানা কর্মকাণ্ড।
এর মধ্যেই শ্বশুরের জন্য আলাদা উপহার তুলে রাখলেন ধানুশ। তিনি নিজেও দক্ষিণের জনপ্রিয় স্টার। বলিউডেও পরিচিত মুখ। কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে।

একদা গান গেয়েও বাজার মাতিয়ে দিয়েছিলেন। মুখে মুখে ফিরেছিল তার ‘কোলাভেরি ডি’। তবে গায়ক-অভিনেতার পাশাপাশি তার আলাদা একটি সত্ত্বাও আছে। তিনি প্রযোজকও বটে। সহ-প্রযোজক হিসেবে রজনীকান্তের ‘কালা’ সিনেমাটির সঙ্গে যুক্ত ধানুশ। রজনীকান্তের জন্মদিনেই সে সিনেমার ইংলিশ ও তামিল পোস্টার শেয়ার করেছেন তিনি। ভক্তদের মাঝে পোস্টার ছড়িয়ে দিতে রজনীকান্তের জন্মদিনের মুহূর্ত ছাড়া ভালো সময় আর কী হতে পারে!

‘কালা’ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল এ বছর মে মাসে। ছবিতে নানা পাটেকর, হুমা কুরেশির মতো বলি অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করছেন। ধারাবি বস্তির একজন গডফাদারের মতো চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। শুটিংয়ের সময় থেকেই ভক্তদের মধ্যে তা নিয়ে ছিল তুমুল উন্মাদনা। দ্বিতীয় পোস্টারে রজনীকান্তের লুকে তা আরও খানিকটা বাড়ল।

যদিও ভক্তদের কাছে এ দিনটি উৎসবের, কিন্তু উন্মাদনায় খানিকটা রাশ টেনেছেন তালাইভা নিজেই। গত তিন বছর ধরেই সেভাবে জন্মদিন পালন করেননি তিনি। ২০১৫ সালে চেন্নাইয়ে বন্যার কারণে, ২০১৬-তে জয়ললিতার মৃত্যু ইত্যাদি কারণে সেলিব্রেশনে না বলেছিলেন রজনীকান্ত। এবছরও চলেছে অক্ষির দাপট। বিপর্যস্ত হয়েছে দক্ষিণের জনজীবন। তাই এবছরও সেলিব্রেশনে গররাজি তালাইভা।

তবে বরাবরই এই দিনটিতে তিনি ভক্তদের থেকে একটু দূরে দূরেই থাকেন। তার কারণও জানিয়েছিলেন রজনীকান্ত। কোনও এক বছর এই জন্মদিন সেলিব্রেশন করে ফেরার পথেই তার তিন ভক্তের মৃত্যু হয়েছিল। তারপর থেকে ভক্তদের আশীর্বাদ জন্মদিনে তিনি মাথা পেতে নেন। কিন্তু ভক্তদের পাগলামো যাতে চূড়ান্ত পর্যায়ে না পৌঁছায় সেদিকেও নজর রাখেন। এবছরটাও তার ব্যতিক্রম নয়।