বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

সালমানের বাবার চরিত্রে অনিল কাপুর !

  • আপডেট সময় : ০৩:১৫:২০ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুরোনোদের মধ্যে টিকে রয়েছেন শুধু জ্যাকলিন ফার্নান্দেজ। এ ছাড়া বাকি সবাইকে ছেঁটে ফেলে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে ‘রেস ৩’ চলচ্চিত্রটিকে। তবে সেই পুরোনোদের মধ্য থেকেই আবারও ‘রেস’ সিরিজের চলচ্চিত্রে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অনিল কাপুরকে। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেন ছবিটির কেন্দ্রীয় চরিত্র সালমান খান। জুম টিভি জানাচ্ছে অনিল কাপুর ফিরছেন সালমানের বাবার চরিত্রে।

বয়সে সালমানের থেকে মাত্র নয় বছরের বড় হলেও আসন্ন ‘রেস ৩’ চলচ্চিত্রে সালমানের বাবার চরিত্রেই দেখা যাবে অনিল কাপুরকে। ভারতের শীর্ষস্থানীয় ট্যাবলয়েডকে ছবিটির ঘনিষ্ঠ একটি সুত্র জানায়, ‘ছবিটিতে সালমানের পরিবারের প্রধান হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে। সালমান সেই পরিবারের একটি অংশ মাত্র। ছবিটিতে মূল কলকাঠি নাড়বেন অনিল কাপুর।’

‘রেস’ সিরিজের আগের দুই পর্বে পুলিশ কর্মকর্তা রবার্ট ডি কস্তার চরিত্রে দেখা গিয়েছিল অনিলকে। তবে এবার ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রথমে চরিত্রটি প্রস্তাব করা হয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। কিন্তু তিনি শুটিংয়ে ব্যস্ত থাকায় সময় বের করতে পারেননি। তাই ছবিটির প্রযোজক দ্বারস্থ হয়েছেন অনিলের কাছে। ছবির প্রযোজক রমেশ তৌরানি বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি, অনিল পরিবারের প্রধান হিসেবে ছবিতে অভিনয় করছেন। এবং আগের দুই পর্বের সঙ্গে এই পর্বের কোনো মিল নেই।’

ছবিটির পাণ্ডুলিপি অনেক আগেই পাঠানো হয়েছিল অনিল কাপুরকে। তবে বাবার চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন ‘রাম-লক্ষণ’খ্যাত এই অভিনেতা। সালমানের অনুরোধেই ছবিটি করতে রাজি হন অনিল। সালমান ও অনিল ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, সাকিব সেলিম, ডেইজি শাহ। রেস সিরিজের এবারের পর্বটি পরিচালনা করছেন রেমো ডি সুজা। ২০১৮ সালের ঈদকে কেন্দ্র করে ‘রেস ৩’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সালমানের বাবার চরিত্রে অনিল কাপুর !

আপডেট সময় : ০৩:১৫:২০ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

পুরোনোদের মধ্যে টিকে রয়েছেন শুধু জ্যাকলিন ফার্নান্দেজ। এ ছাড়া বাকি সবাইকে ছেঁটে ফেলে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে ‘রেস ৩’ চলচ্চিত্রটিকে। তবে সেই পুরোনোদের মধ্য থেকেই আবারও ‘রেস’ সিরিজের চলচ্চিত্রে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অনিল কাপুরকে। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেন ছবিটির কেন্দ্রীয় চরিত্র সালমান খান। জুম টিভি জানাচ্ছে অনিল কাপুর ফিরছেন সালমানের বাবার চরিত্রে।

বয়সে সালমানের থেকে মাত্র নয় বছরের বড় হলেও আসন্ন ‘রেস ৩’ চলচ্চিত্রে সালমানের বাবার চরিত্রেই দেখা যাবে অনিল কাপুরকে। ভারতের শীর্ষস্থানীয় ট্যাবলয়েডকে ছবিটির ঘনিষ্ঠ একটি সুত্র জানায়, ‘ছবিটিতে সালমানের পরিবারের প্রধান হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে। সালমান সেই পরিবারের একটি অংশ মাত্র। ছবিটিতে মূল কলকাঠি নাড়বেন অনিল কাপুর।’

‘রেস’ সিরিজের আগের দুই পর্বে পুলিশ কর্মকর্তা রবার্ট ডি কস্তার চরিত্রে দেখা গিয়েছিল অনিলকে। তবে এবার ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রথমে চরিত্রটি প্রস্তাব করা হয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। কিন্তু তিনি শুটিংয়ে ব্যস্ত থাকায় সময় বের করতে পারেননি। তাই ছবিটির প্রযোজক দ্বারস্থ হয়েছেন অনিলের কাছে। ছবির প্রযোজক রমেশ তৌরানি বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি, অনিল পরিবারের প্রধান হিসেবে ছবিতে অভিনয় করছেন। এবং আগের দুই পর্বের সঙ্গে এই পর্বের কোনো মিল নেই।’

ছবিটির পাণ্ডুলিপি অনেক আগেই পাঠানো হয়েছিল অনিল কাপুরকে। তবে বাবার চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন ‘রাম-লক্ষণ’খ্যাত এই অভিনেতা। সালমানের অনুরোধেই ছবিটি করতে রাজি হন অনিল। সালমান ও অনিল ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, সাকিব সেলিম, ডেইজি শাহ। রেস সিরিজের এবারের পর্বটি পরিচালনা করছেন রেমো ডি সুজা। ২০১৮ সালের ঈদকে কেন্দ্র করে ‘রেস ৩’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।