নিউজ ডেস্ক:
তেরা ইন্তেজার’ ছবিতে প্রথমবার সানি লিওনের সঙ্গে অভিনয় করলেন আরবাজ খান। ‘তেরা ইন্তেজার’ ছবিতে বলিউড ডিভা সানি লিওনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন আরবাজ খান।
‘তেরা ইন্তেজার’ ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার ওর সঙ্গে কাজ করতে চাইব। ’
‘দাবাং থ্রি’তে সানি লিওনেকে দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে আরবাজ বলেন, ‘যেই দাবাং এর অংশ হয়েছেন, তারই জনপ্রিয়তা বেড়ে গেছে। আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, তার ক্ষেত্রেও তাই হবে। আমরা ছবির গল্প, চরিত্র, পরিস্থিতি আগে দেখি। যদি সানি চরিত্রের সঙ্গে ফিট করে যায়, তাহলে আমরা তার সঙ্গে অবশ্যই কাজ করব। ’














































