শনিবার | ৬ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন Logo শিবির নেতার বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অভিযোগ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

প্রতি পর্বে কত পারিশ্রমিক পান ‘সিআইডি’ সিরিয়ালের অভিনেতারা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিক রয়েছে, যেগুলির নাম বললে আপনার মাথায় প্রথমেই আসবে যে কথাটি সেটি হলো, ‘এই সিরিয়ালটা চলছে তো চলছেই’। হিন্দি ধারাবাহিকের মধ্যে এমনই একটি নাম ‘সিআইডি’।

১৯৯৭ সালে শুরু হওয়া সিআইডির, গত ১২ নভেম্বর এক হাজার চারশো তিয়াত্তরতম এপিসোডের শুটিং হয়েছে। এই সিরিয়ালটি খুবই জনপ্রিয়। এক ঝলকে দেখে নিন এই ধারাবাহিকের অভিনেতারা প্রতি পর্বের জন্য কত টাকা আয় করে থাকেন-

১। এসিপি প্রদিউমান-

‘সিআইডি’ ধারাবাহিক যতটা জনপ্রিয়, ততটাই শিবাজি সাতামের চরিত্র ও অভিনয়। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন শিবাজি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য শিবাজির পারিশ্রমিক ৫ লক্ষ টাকা।

২। ইন্সপেক্টর অভিজিত-

আদিত্য ওরফে ইন্সপেক্টর অভিজিত। তার ব্যক্তিত্ব কিন্তু টেলিভিশনের দুনিয়ায় ট্রেডমার্ক।
মাঝে মাঝে তিনি খুব রাগী, আবার কখনও কখনও খুবই মজার। প্রতি পর্বে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

৩। দয়ানন্দ শেট্টি-

দয়ানন্দ শেট্টি। সিআইডিতে এসিপি প্রদিউমানের ডান হাত। এই অভিনেতা ‘দয়া’ নামেই জনপ্রিয়। তার দরজা ভাঙার কায়দা ভারতীয় টেলিভিশনের ট্রেডমার্ক তৈরি করেছে। এই অভিনেতা প্রতি পর্বে অভিনয় করতে ১ লক্ষ টাকা নেন।

৪। জাহ্নবী চেড্ডা-

জাহ্নবী চেড্ডা ২০১২ সাল থেকে ‘সিআইডি’র সদস্য। বহু ক্রিটিকাল কেসে জাহ্নবী এসিপি প্রদিউমাঙ্কে সাহায্য করেছেন। এই অভিনেত্রী প্রতি পর্বের অভিনয়ের জন্য নেন ৪৫ হাজার টাকা।

৫। দীনেশ ফ্রেডরিক্স-

‘সিআইডি’র গম্ভীর সদস্যদের মধ্যে একজন কমিক চরিত্র দীনেশ ফ্রেডরিক্স। তার মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার। দীনেশ প্রতি পর্বের জন্য নেন ৭০-৮০ হাজার টাকা।

৬। আশা সাইদ-

‘সিআইডি’র কঠোর অফিসার আশা সইদ প্রতি পর্বে রোজগার করেন ৪০ হাজার টাকা।

৭। বৈষ্ণবী ধনরাজ-

ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অফিসার বৈষ্ণবী ধনরাজও প্রতি পর্বে নেন ৪০ হাজার টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতি পর্বে কত পারিশ্রমিক পান ‘সিআইডি’ সিরিয়ালের অভিনেতারা!

আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতীয় টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিক রয়েছে, যেগুলির নাম বললে আপনার মাথায় প্রথমেই আসবে যে কথাটি সেটি হলো, ‘এই সিরিয়ালটা চলছে তো চলছেই’। হিন্দি ধারাবাহিকের মধ্যে এমনই একটি নাম ‘সিআইডি’।

১৯৯৭ সালে শুরু হওয়া সিআইডির, গত ১২ নভেম্বর এক হাজার চারশো তিয়াত্তরতম এপিসোডের শুটিং হয়েছে। এই সিরিয়ালটি খুবই জনপ্রিয়। এক ঝলকে দেখে নিন এই ধারাবাহিকের অভিনেতারা প্রতি পর্বের জন্য কত টাকা আয় করে থাকেন-

১। এসিপি প্রদিউমান-

‘সিআইডি’ ধারাবাহিক যতটা জনপ্রিয়, ততটাই শিবাজি সাতামের চরিত্র ও অভিনয়। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন শিবাজি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য শিবাজির পারিশ্রমিক ৫ লক্ষ টাকা।

২। ইন্সপেক্টর অভিজিত-

আদিত্য ওরফে ইন্সপেক্টর অভিজিত। তার ব্যক্তিত্ব কিন্তু টেলিভিশনের দুনিয়ায় ট্রেডমার্ক।
মাঝে মাঝে তিনি খুব রাগী, আবার কখনও কখনও খুবই মজার। প্রতি পর্বে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

৩। দয়ানন্দ শেট্টি-

দয়ানন্দ শেট্টি। সিআইডিতে এসিপি প্রদিউমানের ডান হাত। এই অভিনেতা ‘দয়া’ নামেই জনপ্রিয়। তার দরজা ভাঙার কায়দা ভারতীয় টেলিভিশনের ট্রেডমার্ক তৈরি করেছে। এই অভিনেতা প্রতি পর্বে অভিনয় করতে ১ লক্ষ টাকা নেন।

৪। জাহ্নবী চেড্ডা-

জাহ্নবী চেড্ডা ২০১২ সাল থেকে ‘সিআইডি’র সদস্য। বহু ক্রিটিকাল কেসে জাহ্নবী এসিপি প্রদিউমাঙ্কে সাহায্য করেছেন। এই অভিনেত্রী প্রতি পর্বের অভিনয়ের জন্য নেন ৪৫ হাজার টাকা।

৫। দীনেশ ফ্রেডরিক্স-

‘সিআইডি’র গম্ভীর সদস্যদের মধ্যে একজন কমিক চরিত্র দীনেশ ফ্রেডরিক্স। তার মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার। দীনেশ প্রতি পর্বের জন্য নেন ৭০-৮০ হাজার টাকা।

৬। আশা সাইদ-

‘সিআইডি’র কঠোর অফিসার আশা সইদ প্রতি পর্বে রোজগার করেন ৪০ হাজার টাকা।

৭। বৈষ্ণবী ধনরাজ-

ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অফিসার বৈষ্ণবী ধনরাজও প্রতি পর্বে নেন ৪০ হাজার টাকা।