৫ ছক্কার পর সেদিন সাইফউদ্দিনকে যা বলেছিলেন মিলার !

  • আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ণ, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়তো ভুলে থাকার চেষ্টা করবেন টাইগাররা। তবে ইতিহাস বলছে, এটা সহজে মুছে ফেলার নয়।
বার বার ফিরে আসবে সেই ম্যাচে বাংলাদেশি বোলারদের ওপর বইয়ে যাওয়া মিলার ঝড়। বিশেষ করে সাইফউদ্দিনের এক ওভারে মিলার মারা পাঁচ ছক্কা। তাই আসন্ন বিপিএল শুরু আগেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনকে।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, ওই ওভার শেষে আমি মিলারের দিকে এগিয়ে যায়। ওকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, পরে ও (মিলার) আমাকে সান্ত্বনা দেয়। ও আমাকে একটা ব্যাট গিফট করতে চেয়েছিল। পরবর্তীতে ও আমাকে ডিনারের জন্য অফার করেছিল। তবে দলের সাথে থাকার কারণে যাওয়া হয়নি।

প্রসঙ্গত, আজ বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে সিলেটে। আর আগামী সিলেট সিক্সার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে দেখা যাবে সাইফউদ্দিনকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ

৫ ছক্কার পর সেদিন সাইফউদ্দিনকে যা বলেছিলেন মিলার !

আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ণ, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়তো ভুলে থাকার চেষ্টা করবেন টাইগাররা। তবে ইতিহাস বলছে, এটা সহজে মুছে ফেলার নয়।
বার বার ফিরে আসবে সেই ম্যাচে বাংলাদেশি বোলারদের ওপর বইয়ে যাওয়া মিলার ঝড়। বিশেষ করে সাইফউদ্দিনের এক ওভারে মিলার মারা পাঁচ ছক্কা। তাই আসন্ন বিপিএল শুরু আগেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনকে।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, ওই ওভার শেষে আমি মিলারের দিকে এগিয়ে যায়। ওকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, পরে ও (মিলার) আমাকে সান্ত্বনা দেয়। ও আমাকে একটা ব্যাট গিফট করতে চেয়েছিল। পরবর্তীতে ও আমাকে ডিনারের জন্য অফার করেছিল। তবে দলের সাথে থাকার কারণে যাওয়া হয়নি।

প্রসঙ্গত, আজ বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে সিলেটে। আর আগামী সিলেট সিক্সার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে দেখা যাবে সাইফউদ্দিনকে।