নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠের পাশে বাস্তুহারা বস্তি ও খালেক কলোনিতে রবিবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।
এ ব্যাপারে তিনি জানান, চসিকের কাছে হস্তান্তর করা জমি অবৈধভাবে দখল করে অর্ধসহস্রাধিক কাঁচা-পাকা ঘর তুলে কলোনি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা অভিযান চালাচ্ছি।
উচ্ছেদ অভিযানে ব্যবহৃত হচ্ছে চসিকের ৫২টি ইক্যুইপমেন্ট। চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক জানিয়েছেন, এস্কেভেটার, ডাম্পট্রাকসহ ৫২টি সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে অভিযানে।