নিউজ ডেস্ক:
সূর্যের আলোয় আলোকিত শহর হিসেবে খ্যাত আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। এ রাজ্যের আলো ঝলমল মায়ামিতেই বসেছে ৩১তম ফোবানা সম্মেলনের জমকালো আসর।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ৬ অক্টোবর মায়ামীর হায়তা রিজেন্সি হোটেল বলরুমে ‘মানবতার জন্য ঐক্য’- এই স্লোগানে সম্মেলনের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবিএম মোস্তফাসহ অন্যান্যরা। এ সময় মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সম্মেলনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান।
উদ্বোধন শেষে বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ভোর পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্লোরিডাসহ উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীবৃন্দ এতে অংশ নেন। এছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পী ফকির আলমগীর, সাবিনা ইয়াসমিনহ আরও অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
সম্মেলনের শুরতেই আয়োজিত ডিনারে অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, ভোরের কাগজ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত, এনআরবি গ্লোবালের চেয়ারম্যান নিজাম চৌধুরী, শিল্পী ফকির আলমগীর, তাহসান, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আমন্ত্রিত অতিথি ও শিল্পীবৃন্দ।
সম্মেলন উপলক্ষে ‘চেতনায় শাণিত বাংলা’ নামে বিশেষ সাময়িকী প্রকাশ করা হয়। সম্পূর্ণ রঙিন এই সাময়িকীর সম্পাদনায় ছিলেন রফিকুল হক।


























































