রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

মায়ানমারে নির্বিচার গণহত্যা বন্ধও রোহিঙ্গাদের জাতিগত নিধন জজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

ফরিদ উদ্দিন, লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: মায়ানমারের সামরিক জান্তা সরকারের নির্বিচার গণহত্যা ও রোহিঙ্গাদের জাতিগত নিধন জজ্ঞের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাকাল ১০ ঘটিকায় আলীকদম মুরুং কল্যান ছাত্রবাসর উদ্যোগে এই প্রতিবাদ সভা ও মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাস থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি আলীকদমের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম প্রেস ক্লাবের সামনে আসলে আলীকদমের সর্ব¯তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক ম্রো, মুরুং কল্যান সংসদের সভাপতি মেনদন ম্রো, আলীকদম উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভপতি শুভরঞ্জন বড়ুয়া ও বিভিন্ন স্তরের মুরুং নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আয়োজকরা লিখিত বক্তব্য সম্বলিত লিফল্টে বিতরণ করেন। লিখিত বক্তব্যে প্রকাশ, দীর্ঘদিন যাবত মায়ানমারের সামরিক জান্তা সরকার সেখানকার আদিবাসি রোহিঙ্গাদের দমন পিড়ন করে আসছে। ৮ম শতাব্দির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লুসাঙ্গা বা আরাকানের অধিবাসিরা দীর্ঘ বার’শ বছর যাবত ওই এলাকায় বসবাস করলেও তাদেরকে সকল প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্জিত করা হয়েছে। জান্তা সরকারের এই দমন পিড়নের ফলে বিগত কয়েকশ বছরে প্রায় বিশ লক্ষ আদিবাসী রোহিঙ্গা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রাণ দিয়েছে প্রায় ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। চলতি বছরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা গণহত্যার প্রেক্ষিতে মিয়ানমারের স্ট্রেট কাউন্সিলর অংসান সুচির গঠিত আনান কমিশনের দাখিল করা বেশ কয়েকটি সুপারিশ সহকারের প্রতিবেদন প্রকাশের পরদিনই সেখানকার সামরিক জান্তা সরকারের দমন-পিড়ন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে। যা বিগত কয়েক শতাব্দির সবচেয়ে বর্বরতম ঘটনা বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, তাদের এই গণহত্যা চলাকালে সেখানে কোন মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া না হলেও ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে আমরা দেখেছি তাদের নারকীয় গণহত্যার নমুনা। শুধু এতেই তারা ক্ষ্যান্ত হয়নি। অবুঝ শিশুদেরকে গাছের সাথে ঝুলিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করেছে, জীবিত মাটিতে পুতে দিয়ে হত্যা করেছে, বাবা মায়ের সামনে জবাই করে দিয়ে হত্যা করেছে সন্তানকে, ভাইয়ের সামনে যুবতী বোনকে পালাক্রমে ধর্ষন করে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে।
এক কথায় যঘন্যতার সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করেছে মায়ানমার। যার ফলে আজ বিশ্বের দরবারে তারা ঘৃনার আসনে আসীন। বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে তাদের এই বর্বরতা। গলা কেটে হত্যা, পিষে হত্যা, ধর্ষন করে হত্যা, উলঙ্গ করে গাছের সাথে বেঁধে হত্যা, টুকরো টুকরো করে হত্যা। শুধু তাই নয়। লাশের চামড়া তুলে উল্যাসের দৃশ্যও আমরা দেখেছি প্রযুক্তির কল্যানে। মায়ানমারের সামরিক জান্তার এসব কর্মকান্ডের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এসব বিচার বহির্ভূত হত্যাকান্ড তথা জাতিগত নিধনজজ্ঞের। আপনাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক পতন। সুতরাং আপনারা আপনাদের এই হায়েনাগিরী বন্ধ করুন। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিন। তাদের ফিরিয়ে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

মায়ানমারে নির্বিচার গণহত্যা বন্ধও রোহিঙ্গাদের জাতিগত নিধন জজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

ফরিদ উদ্দিন, লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: মায়ানমারের সামরিক জান্তা সরকারের নির্বিচার গণহত্যা ও রোহিঙ্গাদের জাতিগত নিধন জজ্ঞের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাকাল ১০ ঘটিকায় আলীকদম মুরুং কল্যান ছাত্রবাসর উদ্যোগে এই প্রতিবাদ সভা ও মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাস থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি আলীকদমের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম প্রেস ক্লাবের সামনে আসলে আলীকদমের সর্ব¯তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক ম্রো, মুরুং কল্যান সংসদের সভাপতি মেনদন ম্রো, আলীকদম উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভপতি শুভরঞ্জন বড়ুয়া ও বিভিন্ন স্তরের মুরুং নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আয়োজকরা লিখিত বক্তব্য সম্বলিত লিফল্টে বিতরণ করেন। লিখিত বক্তব্যে প্রকাশ, দীর্ঘদিন যাবত মায়ানমারের সামরিক জান্তা সরকার সেখানকার আদিবাসি রোহিঙ্গাদের দমন পিড়ন করে আসছে। ৮ম শতাব্দির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লুসাঙ্গা বা আরাকানের অধিবাসিরা দীর্ঘ বার’শ বছর যাবত ওই এলাকায় বসবাস করলেও তাদেরকে সকল প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্জিত করা হয়েছে। জান্তা সরকারের এই দমন পিড়নের ফলে বিগত কয়েকশ বছরে প্রায় বিশ লক্ষ আদিবাসী রোহিঙ্গা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রাণ দিয়েছে প্রায় ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। চলতি বছরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা গণহত্যার প্রেক্ষিতে মিয়ানমারের স্ট্রেট কাউন্সিলর অংসান সুচির গঠিত আনান কমিশনের দাখিল করা বেশ কয়েকটি সুপারিশ সহকারের প্রতিবেদন প্রকাশের পরদিনই সেখানকার সামরিক জান্তা সরকারের দমন-পিড়ন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে। যা বিগত কয়েক শতাব্দির সবচেয়ে বর্বরতম ঘটনা বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, তাদের এই গণহত্যা চলাকালে সেখানে কোন মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া না হলেও ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে আমরা দেখেছি তাদের নারকীয় গণহত্যার নমুনা। শুধু এতেই তারা ক্ষ্যান্ত হয়নি। অবুঝ শিশুদেরকে গাছের সাথে ঝুলিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করেছে, জীবিত মাটিতে পুতে দিয়ে হত্যা করেছে, বাবা মায়ের সামনে জবাই করে দিয়ে হত্যা করেছে সন্তানকে, ভাইয়ের সামনে যুবতী বোনকে পালাক্রমে ধর্ষন করে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে।
এক কথায় যঘন্যতার সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করেছে মায়ানমার। যার ফলে আজ বিশ্বের দরবারে তারা ঘৃনার আসনে আসীন। বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে তাদের এই বর্বরতা। গলা কেটে হত্যা, পিষে হত্যা, ধর্ষন করে হত্যা, উলঙ্গ করে গাছের সাথে বেঁধে হত্যা, টুকরো টুকরো করে হত্যা। শুধু তাই নয়। লাশের চামড়া তুলে উল্যাসের দৃশ্যও আমরা দেখেছি প্রযুক্তির কল্যানে। মায়ানমারের সামরিক জান্তার এসব কর্মকান্ডের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এসব বিচার বহির্ভূত হত্যাকান্ড তথা জাতিগত নিধনজজ্ঞের। আপনাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক পতন। সুতরাং আপনারা আপনাদের এই হায়েনাগিরী বন্ধ করুন। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিন। তাদের ফিরিয়ে নিন।