শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

সঠিক পোশাকে ছেলেদের লম্বা দেখায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছেলেদের অন্যতম চিন্তার বিষয় তাদের উচ্চতা। বিজ্ঞানীদের মতে, মানুষের উচ্চতা তার ব্যক্তিত্বে কিছুটা প্রভাব ফেলে।
তাই কম উচ্চতা নিয়ে অনেকেই বিব্রত হন, অনেকে আবার হীনমন্যতায় ভোগেন। তবে পোশাকের ক্ষেত্রে সাধারণ কিছু নিয়ম মেনে চললেই যে কেউ কাটিয়ে উঠতে পারে উচ্চতা সমস্যা।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ছেলেদের পোশাকই ঠিক করে দেয় উচ্চতা-ব্যক্তিত্ব কেমন দেখাবে। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সচেতন হতে হবে।

১. লম্বা স্ট্রাইপের নকশার পোশাকে পুরুষদের লম্বা দেখায়। খাটোদের আড়াআড়ি স্ট্রাইপ দেয়া পোশাকে আরও খাটো দেখায়। তাই এক্ষেত্রে লম্বা স্ট্রাইপের পোশাক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ভি-নেক বা ভি-গলার টিশার্টে খাটো পুরুষদের ভালো দেখায়।

২. শরীরের ওপরের অংশে এমন পোশাক পরা উচিত যাতে সবার নজর ওপরের দিকে হয়। যেমন রুচিসম্মত শার্ট. টিশার্ট বা বা পাঞ্জাবি। এর ফলে অন্যদের নজর শরীরের ওপরের অংশে থাকবে, তাই উচ্চতাও সহজে ধরা দেবে না চোখে।

৩. যে প্যান্টটি পরেছেন তা সঠিক মাপের হতে হবে। অর্থাৎ নিজের মাপের তুলনায় বেশি বড় প্যান্ট পরা উচিত নয়। খেয়াল রাখতে হবে, পায়ের গোড়ালির নিচে যেন প্যান্ট না যায়। গোড়ালির নিচে প্যান্ট কুচকে থাকলে উচ্চতা কম লাগে।

৪. যারা একটু মোটা বা যাদের পেট কিছুটা মোটা তাদের জন্য গাঢ় রংয়ের পোশাক বেশি উপযুক্ত। গাঢ় রংয়ের পোশাকে শরীর বা পেটের মেদ কম বোঝা যায়। অন্যদিকে হালকা রঙে পুরুষদের কিছুটা মোটা দেখায়। আর পেটের পাশে মেদ থাকলে বেল্ট পরার অভ্যাস বাদ দিলে ভালো হয়। কারণ বেল্ট বাড়তি অংশ হিসাবে বেশি চোখে পড়ে। শরীরের ওপর-নিচে অংশে একই রঙের পোশাক কিছুটা ভালো দেখায়।

সূত্র: হাফিংটন পোস্ট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

সঠিক পোশাকে ছেলেদের লম্বা দেখায় !

আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ছেলেদের অন্যতম চিন্তার বিষয় তাদের উচ্চতা। বিজ্ঞানীদের মতে, মানুষের উচ্চতা তার ব্যক্তিত্বে কিছুটা প্রভাব ফেলে।
তাই কম উচ্চতা নিয়ে অনেকেই বিব্রত হন, অনেকে আবার হীনমন্যতায় ভোগেন। তবে পোশাকের ক্ষেত্রে সাধারণ কিছু নিয়ম মেনে চললেই যে কেউ কাটিয়ে উঠতে পারে উচ্চতা সমস্যা।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ছেলেদের পোশাকই ঠিক করে দেয় উচ্চতা-ব্যক্তিত্ব কেমন দেখাবে। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সচেতন হতে হবে।

১. লম্বা স্ট্রাইপের নকশার পোশাকে পুরুষদের লম্বা দেখায়। খাটোদের আড়াআড়ি স্ট্রাইপ দেয়া পোশাকে আরও খাটো দেখায়। তাই এক্ষেত্রে লম্বা স্ট্রাইপের পোশাক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ভি-নেক বা ভি-গলার টিশার্টে খাটো পুরুষদের ভালো দেখায়।

২. শরীরের ওপরের অংশে এমন পোশাক পরা উচিত যাতে সবার নজর ওপরের দিকে হয়। যেমন রুচিসম্মত শার্ট. টিশার্ট বা বা পাঞ্জাবি। এর ফলে অন্যদের নজর শরীরের ওপরের অংশে থাকবে, তাই উচ্চতাও সহজে ধরা দেবে না চোখে।

৩. যে প্যান্টটি পরেছেন তা সঠিক মাপের হতে হবে। অর্থাৎ নিজের মাপের তুলনায় বেশি বড় প্যান্ট পরা উচিত নয়। খেয়াল রাখতে হবে, পায়ের গোড়ালির নিচে যেন প্যান্ট না যায়। গোড়ালির নিচে প্যান্ট কুচকে থাকলে উচ্চতা কম লাগে।

৪. যারা একটু মোটা বা যাদের পেট কিছুটা মোটা তাদের জন্য গাঢ় রংয়ের পোশাক বেশি উপযুক্ত। গাঢ় রংয়ের পোশাকে শরীর বা পেটের মেদ কম বোঝা যায়। অন্যদিকে হালকা রঙে পুরুষদের কিছুটা মোটা দেখায়। আর পেটের পাশে মেদ থাকলে বেল্ট পরার অভ্যাস বাদ দিলে ভালো হয়। কারণ বেল্ট বাড়তি অংশ হিসাবে বেশি চোখে পড়ে। শরীরের ওপর-নিচে অংশে একই রঙের পোশাক কিছুটা ভালো দেখায়।

সূত্র: হাফিংটন পোস্ট