রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানো সময় ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রীর বাবার দায়ের করা মামলায় সদরের চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে বরিশালের গৌরনদী থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন।
মামলার বরাদ দিয়ে তিনি বলেন, ঝালকাঠি সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়াতেন পার্শ্ববর্তী চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। পড়ানোর সুযোগে প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্ট সকালে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক শহিদুল। বিষয়টি স্থানীয়রা টের পেলে ওই ছাত্রীটি ধর্ষণের হাত থেকে রক্ষা পায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা গত ৮ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় মৌখিক অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করতে গিয়ে প্রাথমিক ভাবে ঘটনার সত্যাতা পাই। গত ১৩ সেপ্টেম্বর ছাত্রীটির বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষককে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ