শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

বিরক্তিকর হেঁচকি থেকে রেহাই পাবেন যেভাবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হেঁচকির জন্য আমরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। আবার কখনও কখনও বিরক্তির কারণও হয় হেঁচকি।
মাঝে মাঝে কয়েক ঢোক পানি খেলেই হেঁচকি থেমে যায়। আবার এমন ঘটনাও ঘটে যে প্রচুর পানি খেয়েও হেঁচকি থামানো যায় না। তবে এই সমস্যা থেকে মুক্তির কিছু সহজ উপায় আছে। চলুন জেনে নেই বিরক্তিকর এই হেঁচকি থেকে রেহাই পাওয়ার সেই উপায়গুলো সম্পর্কে।

১. হেঁচকি উঠা শুরু হওয়ার সাথে সাথে এক চামচ চিনি মুখে নিয়ে খেতে থাকুন। দেখবেন হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।

২. হেঁচকি উঠায় দ্রুত কার্যকরী পদক্ষেপ হিসেবে এক চামচ মধু গরম পানিতে মিশিয়ে পান করুন।

৩. কিছু কিছু মানুষ ঘাবড়ে গেলে বা ভয় পেলে হেঁচকি উঠা সমস্যায় আক্রান্ত হন। সেক্ষেত্রে একটি চুইংগাম মুখে নিয়ে চিবুতে শুরু করুন। এতে আপনার মনোযোগ অন্যকোথাও সরে যাওয়াতে হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।

৪. একটানা হেঁচকি উঠতে থাকলেই এক চামচ ভিনেগার জিভের উপর নিয়ে নিন। এর টক স্বাদ আপনার হেঁচকি উঠা বন্ধ করবে।

৫. হেঁচকি শুরু হলে তাজা আদা কুঁচি কুঁচি করে কেটে মুখে নিয়ে চুষলে হেঁচকি উঠা বন্ধ হবে।

৬. দ্রুত হেঁচকি বন্ধ করতে এক চামচ পিনাট বাটার মুখে নিয়ে খেতে থাকুন।

৭. দ্রুত বিরক্তিকর হেঁচকি উঠা প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে দুই কানে হাতের দুই আংগুল পুরে দিন। হেঁচকি উঠা থেমে যাবে।

৮. অনবরত হতে থাকা হেঁচকি বন্ধ করতে ৪টি এলাচ ৫০০গ্রাম পানিতে নিয়ে ফুটিয়ে পানি ২০০ গ্রামে পরিণত করে সেই পানি পান করুন। হেঁচকি বন্ধ করতে ম্যাজিকের মতো কাজ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

বিরক্তিকর হেঁচকি থেকে রেহাই পাবেন যেভাবে !

আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

হেঁচকির জন্য আমরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। আবার কখনও কখনও বিরক্তির কারণও হয় হেঁচকি।
মাঝে মাঝে কয়েক ঢোক পানি খেলেই হেঁচকি থেমে যায়। আবার এমন ঘটনাও ঘটে যে প্রচুর পানি খেয়েও হেঁচকি থামানো যায় না। তবে এই সমস্যা থেকে মুক্তির কিছু সহজ উপায় আছে। চলুন জেনে নেই বিরক্তিকর এই হেঁচকি থেকে রেহাই পাওয়ার সেই উপায়গুলো সম্পর্কে।

১. হেঁচকি উঠা শুরু হওয়ার সাথে সাথে এক চামচ চিনি মুখে নিয়ে খেতে থাকুন। দেখবেন হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।

২. হেঁচকি উঠায় দ্রুত কার্যকরী পদক্ষেপ হিসেবে এক চামচ মধু গরম পানিতে মিশিয়ে পান করুন।

৩. কিছু কিছু মানুষ ঘাবড়ে গেলে বা ভয় পেলে হেঁচকি উঠা সমস্যায় আক্রান্ত হন। সেক্ষেত্রে একটি চুইংগাম মুখে নিয়ে চিবুতে শুরু করুন। এতে আপনার মনোযোগ অন্যকোথাও সরে যাওয়াতে হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে।

৪. একটানা হেঁচকি উঠতে থাকলেই এক চামচ ভিনেগার জিভের উপর নিয়ে নিন। এর টক স্বাদ আপনার হেঁচকি উঠা বন্ধ করবে।

৫. হেঁচকি শুরু হলে তাজা আদা কুঁচি কুঁচি করে কেটে মুখে নিয়ে চুষলে হেঁচকি উঠা বন্ধ হবে।

৬. দ্রুত হেঁচকি বন্ধ করতে এক চামচ পিনাট বাটার মুখে নিয়ে খেতে থাকুন।

৭. দ্রুত বিরক্তিকর হেঁচকি উঠা প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে দুই কানে হাতের দুই আংগুল পুরে দিন। হেঁচকি উঠা থেমে যাবে।

৮. অনবরত হতে থাকা হেঁচকি বন্ধ করতে ৪টি এলাচ ৫০০গ্রাম পানিতে নিয়ে ফুটিয়ে পানি ২০০ গ্রামে পরিণত করে সেই পানি পান করুন। হেঁচকি বন্ধ করতে ম্যাজিকের মতো কাজ হবে।