নিউজ ডেস্ক:
টয়লেটে যাওয়ার সময় আপনি কি ফোন সাথে করে নিয়ে যান? এমনটা যদি আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস বড় বিপদ ডেকে আনতে পারে।
শরীরে বাসা বাঁধতে পারে ক্ষতিকারক রোগ।
গবেষণায় দেখা গেছে, মোবাইলের রাবারের কভারে বাসা বাঁধে যাবতীয় ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া। টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ংকর ব্যাকটেরিয়া। যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।
কীভাবে ছড়াতে পারে রোগ? গবেষকেরা বলছেন, টয়লেটের ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিকভাবে হাত না ধোওয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে ভয়ংকর সব ব্যাকটেরিয়া। এর ফলে ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মতো ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এরপর সেই ফোন আমরা বিছানায় বা খাবার জায়গায় রাখি এবং সেখানেও ব্যবহার করি।
এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, মোবাইলে বাসা বাঁধা এই ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে। টয়লেট ব্যবহারের পর ঠিকভাবে হাত না ধুয়ে মোবাইল ব্যবহার করেন অনেকে। তার থেকেই ছড়ায় রোগ।
আবারও কোনো কোনো গবেষকের মতে, মোবাইল অন থাকলে কিংবা অত্যাধিক ব্যবহারের ফলে তার তাপমাত্রা বেশি থাকে। যা ব্যাকটেরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে।