শিরোনাম :
Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

ত্বকের সৌন্দ‌র্য বৃদ্ধিতে ভাতের মাড়ের উপকারিতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা প্রায় সকলেই সুন্দর থাকতে চাই। সুন্দর থাকার জন্যই আমরা খরচ করি অনেক টাকা।

অথচ এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে ‌যেগুলি ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা দামি কসমেটিকস না ব্যবহার করেও সুন্দর থাকতে পারি। ‌যেমন ভাতের মাড়। আমরা সাধারণত ভাতের মাড় ফেলে দি। অথচ ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ।

ভাতের মাড় ত্বকের জন্য ‌যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে ভাতের মাড় কীভাবে ত্বককে রক্ষা করে সে সম্পর্কে-

১। ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার থাকে

২। মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের মাড় খুব উপকারী

৩। ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে

৪। পানিতে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে

৫। ত্বককে ফর্সা করতে সাহায্য করে

৬। ত্বকে ময়েশ্চেরাইজার এবং অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এতে অতিবেগুনী রশ্মি শোষণের ক্ষমতা রয়েছে।

৭। আমাদের ত্বকের উপর তামার প্রলেপ পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।

৮। ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।

৯। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর করে।

১০। ত্বকের যেখানে চর্ম রোগ রয়েছে সেখানে ঠাণ্ডা ভাতের মাড় লাগালে অনেকটাই উপকার হবে। কারণ ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

ত্বকের সৌন্দ‌র্য বৃদ্ধিতে ভাতের মাড়ের উপকারিতা !

আপডেট সময় : ০৩:৪৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

আমরা প্রায় সকলেই সুন্দর থাকতে চাই। সুন্দর থাকার জন্যই আমরা খরচ করি অনেক টাকা।

অথচ এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে ‌যেগুলি ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা দামি কসমেটিকস না ব্যবহার করেও সুন্দর থাকতে পারি। ‌যেমন ভাতের মাড়। আমরা সাধারণত ভাতের মাড় ফেলে দি। অথচ ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ।

ভাতের মাড় ত্বকের জন্য ‌যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে ভাতের মাড় কীভাবে ত্বককে রক্ষা করে সে সম্পর্কে-

১। ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার থাকে

২। মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের মাড় খুব উপকারী

৩। ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে

৪। পানিতে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে

৫। ত্বককে ফর্সা করতে সাহায্য করে

৬। ত্বকে ময়েশ্চেরাইজার এবং অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এতে অতিবেগুনী রশ্মি শোষণের ক্ষমতা রয়েছে।

৭। আমাদের ত্বকের উপর তামার প্রলেপ পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।

৮। ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।

৯। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর করে।

১০। ত্বকের যেখানে চর্ম রোগ রয়েছে সেখানে ঠাণ্ডা ভাতের মাড় লাগালে অনেকটাই উপকার হবে। কারণ ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।