নিউজ ডেস্ক:
আফ্রিকান দেশ অ্যাঙ্গোলায় প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট জোসে অ্যাডুয়ার্দো দোস সান্তোসের দীর্ঘ ৩৮ বছরের শাসনের অবসানের পর দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তার এমপিএলএ দল আবারও ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানী লুয়ান্দার একটি ভোট কেন্দ্রে অনেকটা ধীর গতিতে ভোট গ্রহণ চলছে। আর এ কেন্দ্রে দোস সান্তোস ও তার পছন্দের উত্তরসূরি জোয়াও লরেন্স তাদের ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ভগ্ন স্বাস্থ্যের কারণে দোস সান্তোস অপ্রত্যাশিত অবসরে যান। আর এর মধ্যদিয়ে অ্যাঙ্গোলার কয়েক দশকের রাজনীতির ইতিহাসে বড় ধরনের পরিবর্তন সূচিত হয়।














































