ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার কূঠিদূর্গাপুর গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে বখাটেরা। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ৪ বখাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পার্শ্ববর্তি জঙ্গলে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে ছাত্রীর নানা শাহাজাহান লস্কার বাদী হয়ে কূঠিদূর্গাপুর ক্রামের রবিউলের ছেলে শাকিল(২২), তাহের উদ্দিনের ছেলে ফরিদ (১৮), আজগারের ছেলে মমিন (২০) ও ধোপাবিলা গ্রামের বাক্কার ছেলে জিল্লু (১৮)কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। বাকী একজনকে গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ