শিরোনাম :
Logo বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo ড. ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির Logo পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে Logo বিরল রোগে আক্রান্ত কলিম উল্যাহ’র বাঁচার আকুতি,সামাজিক সহানুভূতির আবেদন অসহায় পরিবারের Logo সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর Logo প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা কুষ্টিয়ায় অনুষ্ঠিত Logo সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

ঝিনাইদহে এবার গভীর রাতে বিদ্যুত অফিসের হানা: ধরা পড়ল লাখ লাখ টাকার চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ গ্যারেজ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • ৭৩৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) কর্তৃক জেলার অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণ অভিযানের মধ্যে জেলা সদরের সাধুহাটি-ডাকবাংলা বিদ্যুত সাবষ্টেশনের (আঞ্চলীক ফিডার) গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন এলাকাজুড়ে অবৈধ মিটার ও সংযোগ বানিজ্য করে আসছে মর্মে জানতে পেরে অবৈধ ১৯টি মিটার খুলে এনে গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন (চলমান আছে), ঝিনাইদহ শহরের আরাপপুরে অবৈধ রিমোট কট্রোল মিটার ব্যাবহার করে কোটি কোটি টাকার বিদ্যুত গিলে খাওয়া আমিনুল ডাক্তার ও সাবেক মেম্বর ওবাইদুলের ইজিবাইক গ্যারেজ জরিমানা সহ বন্ধ করার পরে এবার বিদ্যুত অফিসের অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ“চার্জ ঘর”। ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) ও আরাপপুর এলাকার স্থানীয় সুত্রে জানা গেছে, বিদ্যুত অফিসের গোপন সুত্রে খবর আসে শহরের আরাপপুরের এতিম খানা মোড়ের রজ“চার্জ ঘর” নামে একটি বাড়িতে দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ চলমান আছে। খবর পেয়ে ৯ই আগষ্ট দিন গত গভীর রাতে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) বিশেষ অভিযান টিম আরাপপুরের এতিম খানার মোড়ের মতিনের ছেলে খালেদ ইবনে মতিনের উক্ত চোরাই বিদ্যুতে চালিত ইজিবাইক চার্জ দেয়া “চার্জ ঘরে” হানা দিয়ে বাসার ছাদের উপরে মিটার বিহীন মুল লাইন থেকে অবৈধ ভাবে চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ ভাবে ব্যাবহার করা মিটার জব্দ করেছে।

অভিযানের দুদিন পরেই অভিযুক্ত খালেদ ইবনে মতিনকে ৪৪৫০০০/-(চার লাখ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে অংশ গ্রহন করেন ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপ.প্রকৌশলীদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম, উত্তম বাবু, আঃ হালিম, একরামুল হক, লাইনম্যান মিলু মুন্সি ও লাইন হেলফার আঃ হালিম প্রমুখ। এ ব্যাপারে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) নির্বার্হী কর্মকর্তা পরিতোষ চন্দ্র বলেন, অবৈধ সংযোগ, মিটার, বিচ্ছিন্ন করণ অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়েছে। আর জেলার জন সাধারণের ও ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) কেউ কোন প্রকার অবৈধ বিদ্যুত সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা। জেলাব্যাপী অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণে আমাদের এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি হুশিয়ারী দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত খালেদ ইবনে মতিনের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে তিনি কোন প্রকার কথাবার্তা বলতে রাজী হননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ঝিনাইদহে এবার গভীর রাতে বিদ্যুত অফিসের হানা: ধরা পড়ল লাখ লাখ টাকার চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ গ্যারেজ

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) কর্তৃক জেলার অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণ অভিযানের মধ্যে জেলা সদরের সাধুহাটি-ডাকবাংলা বিদ্যুত সাবষ্টেশনের (আঞ্চলীক ফিডার) গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন এলাকাজুড়ে অবৈধ মিটার ও সংযোগ বানিজ্য করে আসছে মর্মে জানতে পেরে অবৈধ ১৯টি মিটার খুলে এনে গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন (চলমান আছে), ঝিনাইদহ শহরের আরাপপুরে অবৈধ রিমোট কট্রোল মিটার ব্যাবহার করে কোটি কোটি টাকার বিদ্যুত গিলে খাওয়া আমিনুল ডাক্তার ও সাবেক মেম্বর ওবাইদুলের ইজিবাইক গ্যারেজ জরিমানা সহ বন্ধ করার পরে এবার বিদ্যুত অফিসের অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ“চার্জ ঘর”। ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) ও আরাপপুর এলাকার স্থানীয় সুত্রে জানা গেছে, বিদ্যুত অফিসের গোপন সুত্রে খবর আসে শহরের আরাপপুরের এতিম খানা মোড়ের রজ“চার্জ ঘর” নামে একটি বাড়িতে দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ চলমান আছে। খবর পেয়ে ৯ই আগষ্ট দিন গত গভীর রাতে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) বিশেষ অভিযান টিম আরাপপুরের এতিম খানার মোড়ের মতিনের ছেলে খালেদ ইবনে মতিনের উক্ত চোরাই বিদ্যুতে চালিত ইজিবাইক চার্জ দেয়া “চার্জ ঘরে” হানা দিয়ে বাসার ছাদের উপরে মিটার বিহীন মুল লাইন থেকে অবৈধ ভাবে চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ ভাবে ব্যাবহার করা মিটার জব্দ করেছে।

অভিযানের দুদিন পরেই অভিযুক্ত খালেদ ইবনে মতিনকে ৪৪৫০০০/-(চার লাখ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে অংশ গ্রহন করেন ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপ.প্রকৌশলীদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম, উত্তম বাবু, আঃ হালিম, একরামুল হক, লাইনম্যান মিলু মুন্সি ও লাইন হেলফার আঃ হালিম প্রমুখ। এ ব্যাপারে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) নির্বার্হী কর্মকর্তা পরিতোষ চন্দ্র বলেন, অবৈধ সংযোগ, মিটার, বিচ্ছিন্ন করণ অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়েছে। আর জেলার জন সাধারণের ও ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) কেউ কোন প্রকার অবৈধ বিদ্যুত সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা। জেলাব্যাপী অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণে আমাদের এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি হুশিয়ারী দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত খালেদ ইবনে মতিনের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে তিনি কোন প্রকার কথাবার্তা বলতে রাজী হননি।