হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ : টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল ও ২টি তাজা গুলি উদ্ধার করেছে।
কোষ্টগার্ড চট্রগ্রাম জোনের গনসংযোগ কমর্কতা লে. কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, গত ১৫ আগষ্ট মঙ্গলবার গভীর রাতে কোস্টগাড টেকনাফ ষ্টেশনের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া পাহাড়ের জঙ্গলে কিছু সন্ত্রাসী অবস্থানের গোপন সংবাদে সেখানে দ্রুত গিয়ে সাড়াঁশি অভিযান পরিচালনা করলে ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাশ্ববতী পাহাড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সেখানে তল্লাশী চালিয়ে একটি কালো রঙ্গের প্যাকেটে ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল ও ২টি তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।
শুক্রবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ