ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে শুক্রবার রাতে অস্ত্র সহ রেন্টু ওরফে ল্যাংটা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ল্যাংটা উপজেলার রামনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি কে.এম শওকত হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী রেন্টু ওরফে ল্যাংটাকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া শিকারোক্তি অনুযায়ী তার নিজ বাড়ী উপজেলার রামনগর গ্রাম থেকে একটি দেশীয় তৈরী শাটার গান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী ল্যাংটার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজীর ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরেই হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।
শনিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ