শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

ছাত্রদল ছাড়লেন বরিশালের ছয় নেতা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল জেলা ছাত্রদলের ৬ যুগ্ম আহ্বায়ক ছাত্র রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের একাংশ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ৬ ছাত্রদল নেতা ছাত্র রাজনীতি না করার ঘোষণা দেন। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন বলেছেন, জেলার ৬ যুগ্ম আহ্বায়কের ছাত্রদল থেকে বিদায় নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

ওই ছয়জন হলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এএইচএম তছলিম উদ্দিন, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, আমিনুল ইসলাম লিপন, জাহিদুল ইসলাম সমীর, আ.ফ.ম শামসুদ্দোহা আজাদ এবং জাবের আবদুল্লাহ সাদী।

দীর্ঘদিন ধরে বহু ভাগে বিভক্ত বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল এদিন পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। জেলা ও মহানগরের একাধিক যুগ্ন আহ্বায়কের নেতৃত্বে সকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন।

অন্যদিকে জেলা ও মহানগরের আহ্বায়কের নেতৃত্বে এদিন বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম তসলিম উদ্দিন বলেন, তিনি সহ জেলার ৬ যুগ্ন আহ্বায়ক সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছেন। ছাত্রদলের নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ করে দেয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক অনুষ্ঠান করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে জেলা আহ্বায়ক মাসুদ হাসান মামুনের দীর্ঘদিন ধরে মতবিরোধ থাকায় তারা আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন।

অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন বলেন, সকালে কারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন, সেখানে কারা সংগঠন থেকে বিদায় নিয়েছেন এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তার নেতৃত্বে বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উভয় কমিটির ১৭ জন করে যুগ্ন আহ্বায়কদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হওয়ায় গত ৬ বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। গত ৬ বছরেও আহ্বায়ক এবং যুগ্ন আহ্বায়করা একসঙ্গে বসতে পারেননি। গঠন করতে পারেননি উপজেলা এবং ওয়ার্ড কমিটিগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

ছাত্রদল ছাড়লেন বরিশালের ছয় নেতা !

আপডেট সময় : ১১:১৬:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বরিশাল জেলা ছাত্রদলের ৬ যুগ্ম আহ্বায়ক ছাত্র রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের একাংশ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ৬ ছাত্রদল নেতা ছাত্র রাজনীতি না করার ঘোষণা দেন। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন বলেছেন, জেলার ৬ যুগ্ম আহ্বায়কের ছাত্রদল থেকে বিদায় নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

ওই ছয়জন হলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এএইচএম তছলিম উদ্দিন, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, আমিনুল ইসলাম লিপন, জাহিদুল ইসলাম সমীর, আ.ফ.ম শামসুদ্দোহা আজাদ এবং জাবের আবদুল্লাহ সাদী।

দীর্ঘদিন ধরে বহু ভাগে বিভক্ত বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল এদিন পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। জেলা ও মহানগরের একাধিক যুগ্ন আহ্বায়কের নেতৃত্বে সকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন।

অন্যদিকে জেলা ও মহানগরের আহ্বায়কের নেতৃত্বে এদিন বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম তসলিম উদ্দিন বলেন, তিনি সহ জেলার ৬ যুগ্ন আহ্বায়ক সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছেন। ছাত্রদলের নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ করে দেয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক অনুষ্ঠান করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে জেলা আহ্বায়ক মাসুদ হাসান মামুনের দীর্ঘদিন ধরে মতবিরোধ থাকায় তারা আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন।

অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন বলেন, সকালে কারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন, সেখানে কারা সংগঠন থেকে বিদায় নিয়েছেন এ বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তার নেতৃত্বে বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উভয় কমিটির ১৭ জন করে যুগ্ন আহ্বায়কদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হওয়ায় গত ৬ বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। গত ৬ বছরেও আহ্বায়ক এবং যুগ্ন আহ্বায়করা একসঙ্গে বসতে পারেননি। গঠন করতে পারেননি উপজেলা এবং ওয়ার্ড কমিটিগুলো।