মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী আব্দুল জাব্বার আদালতে আত্মসর্ম্পন করেছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসার আদালতে আত্মসর্ম্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য গত ১১ জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গাতে সেকেন্দার আলী হত্যা মামলায় আব্দুল জাব্বার কে মৃত্যুদন্ডাদেশ দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা । একই সঙ্গে আসামির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে আদেশে বলা হয়েছে। রায় ঘোষনার সময় আব্দুল জব্বার পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, সেকেন্দার আলীর ভাই আব্দুস সাত্তারের একটি টেলিভিশন চুরি হলে আব্দুল জাব্বারসহ কয়েকজনের নামে থানায় একটি মামলা হয়। সে মামলার কারণে ক্ষোভের বশবর্তি হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০০৩ সালের ৬ জুলাই সন্ধ্যায় আসামিরা সেকেন্দারের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এসময় আব্দুল জাব্বার একটি ফলা দিয়ে সেকেন্দারের ঘাড়ের নিচে ঢুকিয়ে দিলে ফলাটি বুক দিয়ে বের হয়ে যায়। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সেকেন্দার আলীর স্ত্রী ফিরোজা খাতুন বাদি হয়ে পরদিন গাংনী থানায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন ও মামলার নথিপত্র বিশ্লেষন করে আদালত আব্দুল জাব্বারকে মৃত্যুদন্ডাদেশের আদেশ দেন।













































