শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

এবার যোদ্ধা রাজকুমারীর চরিত্রে ক্যাটরিনা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নানা ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে বলিউডে তার পাকাপোক্ত অবস্থান। বর্তমানে অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত সিনেমা থাগস অব হিন্দুস্তানে নতুন লুকে হাজির হচ্ছেন এ হার্টথ্রুব নায়িকা।

সিনেমাটিতে প্রথমে অতিথি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও এবার নাকি একজন যোদ্ধা রাজকুমারীর চরিত্রে অভিনয় করবেন ক্যাট।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, সিনেমায় দেশি যোদ্ধা রাজকুমারী চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। তার চরিত্রটি খুবই সাহসী। যদিও তিনি এখনো কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করেননি, তবে তার কিছু তলোয়ার যুদ্ধের দৃশ্য রয়েছে। তার নাকে নথ এবং চোখে কাজল থাকবে। পরনে থাকবে ধূসর বাদামী, নীল ও কালো রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।

গত ৫ জুন থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। তিউনিশিয়া ও লিবিয়ার কাছাকাছি দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মালটায় সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ জাহাজ।

জানা যায়, সিনেমার সেটটি খুবই সংরক্ষিত ওয়াটার জোন। দুটি জাহাজই আঠারো শতকের জাহাজগুলোর আদলে তৈরি করা হয়েছে, ওই সময় জাহাজে কামান ও অন্যান্য অস্ত্র বহন করা হতো। আন্তর্জাতিক মানের নির্মাণকর্মীরা কঠোর পরিশ্রম করে মালটায় জাহাজ দুটো তৈরি করেছেন। অ্যাকশন দৃশ্যসহ সিনেমার বেশির ভাগ অংশই জাহাজে শুটিং হবে।

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমিরের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। আমির, অমিতাভ, ক্যাটরিনা ছাড়াও এতে আরো অভিনয় করছেন ফাতিমা সানা শেখ। আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমায় অভিনয় করে এরই মধ্যে আলোচিত সানা। আগামী বছর দিওয়ালিতে থাগস অব হিন্দুস্তান সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: পিংক ভিলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

এবার যোদ্ধা রাজকুমারীর চরিত্রে ক্যাটরিনা !

আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নানা ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে বলিউডে তার পাকাপোক্ত অবস্থান। বর্তমানে অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত সিনেমা থাগস অব হিন্দুস্তানে নতুন লুকে হাজির হচ্ছেন এ হার্টথ্রুব নায়িকা।

সিনেমাটিতে প্রথমে অতিথি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও এবার নাকি একজন যোদ্ধা রাজকুমারীর চরিত্রে অভিনয় করবেন ক্যাট।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, সিনেমায় দেশি যোদ্ধা রাজকুমারী চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। তার চরিত্রটি খুবই সাহসী। যদিও তিনি এখনো কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করেননি, তবে তার কিছু তলোয়ার যুদ্ধের দৃশ্য রয়েছে। তার নাকে নথ এবং চোখে কাজল থাকবে। পরনে থাকবে ধূসর বাদামী, নীল ও কালো রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।

গত ৫ জুন থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। তিউনিশিয়া ও লিবিয়ার কাছাকাছি দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মালটায় সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ জাহাজ।

জানা যায়, সিনেমার সেটটি খুবই সংরক্ষিত ওয়াটার জোন। দুটি জাহাজই আঠারো শতকের জাহাজগুলোর আদলে তৈরি করা হয়েছে, ওই সময় জাহাজে কামান ও অন্যান্য অস্ত্র বহন করা হতো। আন্তর্জাতিক মানের নির্মাণকর্মীরা কঠোর পরিশ্রম করে মালটায় জাহাজ দুটো তৈরি করেছেন। অ্যাকশন দৃশ্যসহ সিনেমার বেশির ভাগ অংশই জাহাজে শুটিং হবে।

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমিরের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। আমির, অমিতাভ, ক্যাটরিনা ছাড়াও এতে আরো অভিনয় করছেন ফাতিমা সানা শেখ। আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমায় অভিনয় করে এরই মধ্যে আলোচিত সানা। আগামী বছর দিওয়ালিতে থাগস অব হিন্দুস্তান সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: পিংক ভিলা