মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় কাফিরুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনা দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কাফিরুল গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের জেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় কাফিরুল মোটর সাইকেল যোগে জোড়পুকুরিয়া বাজার থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি স্যালো ইঞ্জিন চালিত আলগামন তাকে ধাক্কায় দিলে পড়ে গিয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রির্ফাড করেন। কুষ্টিয়া যাওয়ার পথে কাফিরুল ইসলামের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ