এক সিনেমায় সালমান খান ও বাহুবলী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহুবলীর আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই গগনচুম্বী প্রত্যাশা প্রভাসকে ঘিরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর বলিউড ডেব্যু নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল করণ জোহর তাঁকে বলিউডে লঞ্চ করতে চাইছেন। তবে প্রভাসের পক্ষ থেকে এখনো সেরকম কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে, তাতে আপাতত মার্কিন মুলুক থেকে ছুটি কাটিয়ে ফেরার পর আগামী মাসে শুরু হতে চলেছে প্রভাসের পরবর্তী ছবি ‘সাহো‘র শ্যুটিং।

‘সাহো‘ রিলিজ হবে তিনটি ভাষায়। তামিল‚ তেলেগু এবং হিন্দিতে। ছবিতে প্রভাস ছাড়াও থাকছেন তাঁর বাহুবলী কো-স্টার অানুশকা শেঠি।  ‘সাহো‘ পরিচালনা করছেন সুজিত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন শঙ্কর-এহসান-লয়।

এদিকে রোহিত শেঠি নাকি প্রভাসকে নিয়ে কাজ করতে চাইছেন। একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সেই ছবিতে নাকি থাকার কথা আছে সালমান খানেরও। যদি এই খবর সত্যি হয় তবে মানতেই হবে রিলিজ হওয়ার আগেই সাড়া ফেলে দেবে এই ছবি‚ শুধুমাত্র কাস্টিংয়ের কারণেই।

সূত্র: পিংক ভিলা

ট্যাগস :

এক সিনেমায় সালমান খান ও বাহুবলী !

আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

বাহুবলীর আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই গগনচুম্বী প্রত্যাশা প্রভাসকে ঘিরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর বলিউড ডেব্যু নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল করণ জোহর তাঁকে বলিউডে লঞ্চ করতে চাইছেন। তবে প্রভাসের পক্ষ থেকে এখনো সেরকম কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে, তাতে আপাতত মার্কিন মুলুক থেকে ছুটি কাটিয়ে ফেরার পর আগামী মাসে শুরু হতে চলেছে প্রভাসের পরবর্তী ছবি ‘সাহো‘র শ্যুটিং।

‘সাহো‘ রিলিজ হবে তিনটি ভাষায়। তামিল‚ তেলেগু এবং হিন্দিতে। ছবিতে প্রভাস ছাড়াও থাকছেন তাঁর বাহুবলী কো-স্টার অানুশকা শেঠি।  ‘সাহো‘ পরিচালনা করছেন সুজিত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন শঙ্কর-এহসান-লয়।

এদিকে রোহিত শেঠি নাকি প্রভাসকে নিয়ে কাজ করতে চাইছেন। একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সেই ছবিতে নাকি থাকার কথা আছে সালমান খানেরও। যদি এই খবর সত্যি হয় তবে মানতেই হবে রিলিজ হওয়ার আগেই সাড়া ফেলে দেবে এই ছবি‚ শুধুমাত্র কাস্টিংয়ের কারণেই।

সূত্র: পিংক ভিলা