রণবীরের প্রেমে পড়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের রিলেশনশিফ স্ট্যাটাস আপাতত সিঙ্গেল। ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এখনো একাই আছেন তিনি। এর সুযোগ নিয়েই নিত্যনতুন গুজব ছড়ানো হচ্ছে তাকে ঘিরে। কয়েকদিন আগে খবর চাউর হয়, রণবীর বিয়ে করছেন। লন্ডনে তার জন্য পাত্রীও দেখা হচ্ছে। পরে রণবীর সাফ জানিয়ে দিয়েছেন, এখনই বিয়ে করছেন না।

রণবীর কাপুরকে নিয়ে নতুন খবর হলো, বলিউডের একসময়ের পর্দাকাঁপানো অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী তার প্রেমে পড়েছেন। এর আগে বলিউড তারকা শহীদ কাপুরের ছোট ভাই ঈশাণের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। কিন্তু দুই পরিবারের হস্তক্ষেপে সে সম্পর্ক ভেস্তে গেছে।

ঈশাণের পর এবার নাকি রণবীরের দিকেই ঝুঁকছেন জাহ্নবী। সম্প্রতি রণবীরকে নিয়ে পার্টিও দিয়েছেন। পার্টিতে জাহ্নবীর মনোযোগ ছিল রণবীরকে ঘিরেই। পার্টিতে রণবীর-জাহ্নবী একান্তে সময়ে কাটিয়েছেন বলেও জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রণবীরের প্রেমে পড়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !

আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের রিলেশনশিফ স্ট্যাটাস আপাতত সিঙ্গেল। ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এখনো একাই আছেন তিনি। এর সুযোগ নিয়েই নিত্যনতুন গুজব ছড়ানো হচ্ছে তাকে ঘিরে। কয়েকদিন আগে খবর চাউর হয়, রণবীর বিয়ে করছেন। লন্ডনে তার জন্য পাত্রীও দেখা হচ্ছে। পরে রণবীর সাফ জানিয়ে দিয়েছেন, এখনই বিয়ে করছেন না।

রণবীর কাপুরকে নিয়ে নতুন খবর হলো, বলিউডের একসময়ের পর্দাকাঁপানো অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী তার প্রেমে পড়েছেন। এর আগে বলিউড তারকা শহীদ কাপুরের ছোট ভাই ঈশাণের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। কিন্তু দুই পরিবারের হস্তক্ষেপে সে সম্পর্ক ভেস্তে গেছে।

ঈশাণের পর এবার নাকি রণবীরের দিকেই ঝুঁকছেন জাহ্নবী। সম্প্রতি রণবীরকে নিয়ে পার্টিও দিয়েছেন। পার্টিতে জাহ্নবীর মনোযোগ ছিল রণবীরকে ঘিরেই। পার্টিতে রণবীর-জাহ্নবী একান্তে সময়ে কাটিয়েছেন বলেও জানা গেছে।