মেহেরপুর প্রতিনিধি ঃ “তামাক উন্নয়নের অন্তরায়” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস । দিনটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ও জেলা তামাক নিয়ন্ত্রন জোটের সভাপতি রফিকুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তামাক নিয়ন্ত্রনের জন্য সকলের মাঝে জনসচেতনতা সৃষ্ঠি করার লক্ষে সকলকে কাজ করার আহব্বান জানান। পৌর কাউন্সিলর, জেলা পরিষদের সাধারন সদস্য ও সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেয়। জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ