শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

কিশোর কুমার হচ্ছেন রণবীর সিং

  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। যদিও ছবির প্রযোজনা ও কিশোরের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। তবে সে আর হল না। অনুরাগ বাসু তাঁর ছবি ‘জাগ্গা জাসুস’ শ্যুটিং শেষ করতে প্রায় তিন বছর নেন, এবং সেই কারণেই রণবীর কাপুরের অন্যান্য ছবিগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এখন তিনি সঞ্জয় দত্তের বায়োপিক ‘দ্ত্ত’ নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত, এরপরই শুরু হবে অয়ন মুখেপাধ্যায়ের ‘ড্র্যাগন’এর শ্যুটিং। অন্যদিকে অনুরাগের কিশোর কুমারকে নিয়ে বায়োপিকের শ্যুটিং শুরু হবে এই বছরের শেষের দিকে। কিন্তু সেই ছবির শ্যুটিং ডেটস এখনও পাননি রণবীর কাপুর। তাই এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন রণবীর।

সূত্রের খবর অনুরাগ বাসু সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় বসেন। রণবীরের এই ছবির স্ক্রিপ্ট বেশ ভালও লাগে, এমনকি জানিয়েও দেন তিনি এই ছবি করবেন। তবে রণবীরও আরেক সঞ্জয় নিয়ে ব্যস্ত। ব্যস্ততা সঞ্জয় লীলা বনসালীর ছবি পদ্মাবতী নিয়ে। ছবির শ্যুটিং চলবে এই বছর নভেম্বর অবধি, তারপর শুরু হবে জোয়া আখতারের ‘গালি বয়’এর শ্যুটিং৷ কিন্তু রণবীর সিং জানিয়েছেন কিশোরের বায়োপিক নিয়ে শ্যুটিং ডেট নিয়ে সমস্যা তাঁর হবে না।

অনুরাগ বাসু আগাগোড়াই তাঁর ছবির চরিত্রদের অভিনেতা বাছাইয়ে বিচক্ষণ। এক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। রণবীরের পরিবর্তে রণবীর সিং সেটাই প্রমাণ করে। কিশোর কুমারের রসাবোধ এবং তাঁর সেই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো যে ভরপুর থাকবে এই বায়োপিকে সেই নিয়ে সন্দেহ নেই, আর রণবীরবাবু সেলুলয়েডের পর্দায় তা ফুটিয়ে তুলবে যথার্থ সে নিয়েও সন্দেহ নেই ছবি সমালোচকদের।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

কিশোর কুমার হচ্ছেন রণবীর সিং

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭

নিউজ ডেস্ক:

অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। যদিও ছবির প্রযোজনা ও কিশোরের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। তবে সে আর হল না। অনুরাগ বাসু তাঁর ছবি ‘জাগ্গা জাসুস’ শ্যুটিং শেষ করতে প্রায় তিন বছর নেন, এবং সেই কারণেই রণবীর কাপুরের অন্যান্য ছবিগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এখন তিনি সঞ্জয় দত্তের বায়োপিক ‘দ্ত্ত’ নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত, এরপরই শুরু হবে অয়ন মুখেপাধ্যায়ের ‘ড্র্যাগন’এর শ্যুটিং। অন্যদিকে অনুরাগের কিশোর কুমারকে নিয়ে বায়োপিকের শ্যুটিং শুরু হবে এই বছরের শেষের দিকে। কিন্তু সেই ছবির শ্যুটিং ডেটস এখনও পাননি রণবীর কাপুর। তাই এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন রণবীর।

সূত্রের খবর অনুরাগ বাসু সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় বসেন। রণবীরের এই ছবির স্ক্রিপ্ট বেশ ভালও লাগে, এমনকি জানিয়েও দেন তিনি এই ছবি করবেন। তবে রণবীরও আরেক সঞ্জয় নিয়ে ব্যস্ত। ব্যস্ততা সঞ্জয় লীলা বনসালীর ছবি পদ্মাবতী নিয়ে। ছবির শ্যুটিং চলবে এই বছর নভেম্বর অবধি, তারপর শুরু হবে জোয়া আখতারের ‘গালি বয়’এর শ্যুটিং৷ কিন্তু রণবীর সিং জানিয়েছেন কিশোরের বায়োপিক নিয়ে শ্যুটিং ডেট নিয়ে সমস্যা তাঁর হবে না।

অনুরাগ বাসু আগাগোড়াই তাঁর ছবির চরিত্রদের অভিনেতা বাছাইয়ে বিচক্ষণ। এক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। রণবীরের পরিবর্তে রণবীর সিং সেটাই প্রমাণ করে। কিশোর কুমারের রসাবোধ এবং তাঁর সেই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো যে ভরপুর থাকবে এই বায়োপিকে সেই নিয়ে সন্দেহ নেই, আর রণবীরবাবু সেলুলয়েডের পর্দায় তা ফুটিয়ে তুলবে যথার্থ সে নিয়েও সন্দেহ নেই ছবি সমালোচকদের।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর