শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

কিশোর কুমার হচ্ছেন রণবীর সিং

  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। যদিও ছবির প্রযোজনা ও কিশোরের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। তবে সে আর হল না। অনুরাগ বাসু তাঁর ছবি ‘জাগ্গা জাসুস’ শ্যুটিং শেষ করতে প্রায় তিন বছর নেন, এবং সেই কারণেই রণবীর কাপুরের অন্যান্য ছবিগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এখন তিনি সঞ্জয় দত্তের বায়োপিক ‘দ্ত্ত’ নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত, এরপরই শুরু হবে অয়ন মুখেপাধ্যায়ের ‘ড্র্যাগন’এর শ্যুটিং। অন্যদিকে অনুরাগের কিশোর কুমারকে নিয়ে বায়োপিকের শ্যুটিং শুরু হবে এই বছরের শেষের দিকে। কিন্তু সেই ছবির শ্যুটিং ডেটস এখনও পাননি রণবীর কাপুর। তাই এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন রণবীর।

সূত্রের খবর অনুরাগ বাসু সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় বসেন। রণবীরের এই ছবির স্ক্রিপ্ট বেশ ভালও লাগে, এমনকি জানিয়েও দেন তিনি এই ছবি করবেন। তবে রণবীরও আরেক সঞ্জয় নিয়ে ব্যস্ত। ব্যস্ততা সঞ্জয় লীলা বনসালীর ছবি পদ্মাবতী নিয়ে। ছবির শ্যুটিং চলবে এই বছর নভেম্বর অবধি, তারপর শুরু হবে জোয়া আখতারের ‘গালি বয়’এর শ্যুটিং৷ কিন্তু রণবীর সিং জানিয়েছেন কিশোরের বায়োপিক নিয়ে শ্যুটিং ডেট নিয়ে সমস্যা তাঁর হবে না।

অনুরাগ বাসু আগাগোড়াই তাঁর ছবির চরিত্রদের অভিনেতা বাছাইয়ে বিচক্ষণ। এক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। রণবীরের পরিবর্তে রণবীর সিং সেটাই প্রমাণ করে। কিশোর কুমারের রসাবোধ এবং তাঁর সেই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো যে ভরপুর থাকবে এই বায়োপিকে সেই নিয়ে সন্দেহ নেই, আর রণবীরবাবু সেলুলয়েডের পর্দায় তা ফুটিয়ে তুলবে যথার্থ সে নিয়েও সন্দেহ নেই ছবি সমালোচকদের।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

কিশোর কুমার হচ্ছেন রণবীর সিং

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭

নিউজ ডেস্ক:

অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। যদিও ছবির প্রযোজনা ও কিশোরের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। তবে সে আর হল না। অনুরাগ বাসু তাঁর ছবি ‘জাগ্গা জাসুস’ শ্যুটিং শেষ করতে প্রায় তিন বছর নেন, এবং সেই কারণেই রণবীর কাপুরের অন্যান্য ছবিগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এখন তিনি সঞ্জয় দত্তের বায়োপিক ‘দ্ত্ত’ নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত, এরপরই শুরু হবে অয়ন মুখেপাধ্যায়ের ‘ড্র্যাগন’এর শ্যুটিং। অন্যদিকে অনুরাগের কিশোর কুমারকে নিয়ে বায়োপিকের শ্যুটিং শুরু হবে এই বছরের শেষের দিকে। কিন্তু সেই ছবির শ্যুটিং ডেটস এখনও পাননি রণবীর কাপুর। তাই এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন রণবীর।

সূত্রের খবর অনুরাগ বাসু সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় বসেন। রণবীরের এই ছবির স্ক্রিপ্ট বেশ ভালও লাগে, এমনকি জানিয়েও দেন তিনি এই ছবি করবেন। তবে রণবীরও আরেক সঞ্জয় নিয়ে ব্যস্ত। ব্যস্ততা সঞ্জয় লীলা বনসালীর ছবি পদ্মাবতী নিয়ে। ছবির শ্যুটিং চলবে এই বছর নভেম্বর অবধি, তারপর শুরু হবে জোয়া আখতারের ‘গালি বয়’এর শ্যুটিং৷ কিন্তু রণবীর সিং জানিয়েছেন কিশোরের বায়োপিক নিয়ে শ্যুটিং ডেট নিয়ে সমস্যা তাঁর হবে না।

অনুরাগ বাসু আগাগোড়াই তাঁর ছবির চরিত্রদের অভিনেতা বাছাইয়ে বিচক্ষণ। এক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। রণবীরের পরিবর্তে রণবীর সিং সেটাই প্রমাণ করে। কিশোর কুমারের রসাবোধ এবং তাঁর সেই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো যে ভরপুর থাকবে এই বায়োপিকে সেই নিয়ে সন্দেহ নেই, আর রণবীরবাবু সেলুলয়েডের পর্দায় তা ফুটিয়ে তুলবে যথার্থ সে নিয়েও সন্দেহ নেই ছবি সমালোচকদের।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর