প্রভাসের জন্য উপযুক্ত পাত্রী চেয়ে রানা দগ্গুবাতির বিজ্ঞাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহুবলির প্রথম ছবিটি মুক্তির পর থেকে প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল নায়ক প্রভাসের কাছে। পরবর্তী ছবির দিকে তাকিয়ে সেসব দিকে নজর দেননি তিনি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে এক মজার তথ্য। বাহুবলির অপর অভিনেতা রানা দগ্গুবাতি নাকি প্রভাসের বিয়ে দিবেন বলে ঠিক করেছিলেন। শুরু করেছিলেন পাত্রীর খোঁজ। উপযুক্ত পাত্রীর সন্ধানে টুইটারে দিয়েছিলেন বিজ্ঞাপনও। ভাইরাল হয়েছে সেই টুইটবার্তাটি।

পাত্রীর কী কী যোগ্যতা থাকা দরকার, তা টুইটবার্তায় ফলাও করে লিখেছিলেন দগ্গুবাতি। কিন্তু, তার আগে উল্লেখ করেছিলেন বাহুবলির যোগ্যতা। জানিয়েছিলেন, ৩৬ বছরের যোদ্ধা, মিলিটারি যুবকের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। পাত্রীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক?

১. পাত্রীকে আকর্ষনীয় হতে হবে। পাহাড়, জঙ্গলে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।

২.  তরবারি চালানো ও ধনুর্বিদ্যা জানা আবশ্যক।

৩.  শাশুড়িকে সম্মান করতে হবে। তিনি এখন বন্দি অবস্থায় রয়েছেন।

৪. পাত্রীকে হতে হবে ঘরোয়া। সেই সঙ্গে জানা চায় বাড়ির কাজ। যুদ্ধের নতুন নতুন কৌশল সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

২০১৬ সালের এই বিজ্ঞাপনটি দেখার পর অনেকে কমেন্টস্ দিতে শুরু করেছেন। তবে মুখ খোলেননি পাত্র বা বিজ্ঞাপনদাতা নিজেও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রভাসের জন্য উপযুক্ত পাত্রী চেয়ে রানা দগ্গুবাতির বিজ্ঞাপন !

আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাহুবলির প্রথম ছবিটি মুক্তির পর থেকে প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল নায়ক প্রভাসের কাছে। পরবর্তী ছবির দিকে তাকিয়ে সেসব দিকে নজর দেননি তিনি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে এক মজার তথ্য। বাহুবলির অপর অভিনেতা রানা দগ্গুবাতি নাকি প্রভাসের বিয়ে দিবেন বলে ঠিক করেছিলেন। শুরু করেছিলেন পাত্রীর খোঁজ। উপযুক্ত পাত্রীর সন্ধানে টুইটারে দিয়েছিলেন বিজ্ঞাপনও। ভাইরাল হয়েছে সেই টুইটবার্তাটি।

পাত্রীর কী কী যোগ্যতা থাকা দরকার, তা টুইটবার্তায় ফলাও করে লিখেছিলেন দগ্গুবাতি। কিন্তু, তার আগে উল্লেখ করেছিলেন বাহুবলির যোগ্যতা। জানিয়েছিলেন, ৩৬ বছরের যোদ্ধা, মিলিটারি যুবকের জন্য উপযুক্ত পাত্রী প্রয়োজন। পাত্রীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক?

১. পাত্রীকে আকর্ষনীয় হতে হবে। পাহাড়, জঙ্গলে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।

২.  তরবারি চালানো ও ধনুর্বিদ্যা জানা আবশ্যক।

৩.  শাশুড়িকে সম্মান করতে হবে। তিনি এখন বন্দি অবস্থায় রয়েছেন।

৪. পাত্রীকে হতে হবে ঘরোয়া। সেই সঙ্গে জানা চায় বাড়ির কাজ। যুদ্ধের নতুন নতুন কৌশল সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

২০১৬ সালের এই বিজ্ঞাপনটি দেখার পর অনেকে কমেন্টস্ দিতে শুরু করেছেন। তবে মুখ খোলেননি পাত্র বা বিজ্ঞাপনদাতা নিজেও।