নিউজ ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন ‘সান ডেভিল’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর এডিশনাল ডিআইজি (অপারেশন) নিসারুল আরিফ এই ঘোষণা দেন।
নিসারুল আরিফ বলেন, আস্তানা থেকে দুইটা সুইসাইডেল গ্যাস, ১১টা বোমা, একটা পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, জঙ্গি মতাদর্শের কিছু বই, গান পাউডার ও পুলিশের পোশাকের রঙয়ের কিছু থান কাপড় উদ্ধার করা হয়।
নিহত জঙ্গির মধ্যে আশরাফুল ও আল আমিন শীর্ষ পর্যায়ের জঙ্গি। এর মধ্যে আশরাফুল বিএসসি ইঞ্জিনিয়ার। অভিযান সমাপ্ত হওয়ায় ওই এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরীসহ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।