সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্তে ৮ সদস্যের কমিটি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে সিটিং সার্ভিস বাস থাকবে নাকি লোকাল সার্ভিস চলবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৩ মাস পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপরই তাদের সেই সিদ্ধান্ত কার্যকর করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল বুধবার বিআরটিএ’র পরিচালক ও গঠিত ওই কমিরিট প্রধান শেখ মাহবুব ই রব্বানী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলাচলের অনুমোদন নেই জানিয়ে তিনি আরও বলেন, তারপরও নগরে এখন প্রায় সব বাসই সিটিং সার্ভিস। আমরা তা বন্ধে অভিযানে নামার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। মালিক-শ্রমিক বাস বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ১৫ দিন পর সিটিং সার্ভিসের বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল।

কিন্তু বাস মালিক-শ্রমিক এবং বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এই প্রেক্ষাপটে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে তারা এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ এপ্রিলের পর থেকে রাজধানীতে সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ ঘোষণা করে বিআরটিএ। এরপর ১৬ এপ্রিল থেকে সিটিং সার্ভিস বন্ধ হলেও বাস-মালিক শ্রমিকরা সড়কে বাস চলাচল কমিয়ে দেয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আবার মালিক-শ্রমিক-বিআরটিএর বৈঠকের পর সিদ্ধান্ত হয় আরও ১৫ দিন সিটিং সার্ভিস চলবে। কিন্তু সেই সময় আসার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্তে ৮ সদস্যের কমিটি !

আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীতে সিটিং সার্ভিস বাস থাকবে নাকি লোকাল সার্ভিস চলবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৩ মাস পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপরই তাদের সেই সিদ্ধান্ত কার্যকর করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল বুধবার বিআরটিএ’র পরিচালক ও গঠিত ওই কমিরিট প্রধান শেখ মাহবুব ই রব্বানী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলাচলের অনুমোদন নেই জানিয়ে তিনি আরও বলেন, তারপরও নগরে এখন প্রায় সব বাসই সিটিং সার্ভিস। আমরা তা বন্ধে অভিযানে নামার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। মালিক-শ্রমিক বাস বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ১৫ দিন পর সিটিং সার্ভিসের বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল।

কিন্তু বাস মালিক-শ্রমিক এবং বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এই প্রেক্ষাপটে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে তারা এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ এপ্রিলের পর থেকে রাজধানীতে সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ ঘোষণা করে বিআরটিএ। এরপর ১৬ এপ্রিল থেকে সিটিং সার্ভিস বন্ধ হলেও বাস-মালিক শ্রমিকরা সড়কে বাস চলাচল কমিয়ে দেয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আবার মালিক-শ্রমিক-বিআরটিএর বৈঠকের পর সিদ্ধান্ত হয় আরও ১৫ দিন সিটিং সার্ভিস চলবে। কিন্তু সেই সময় আসার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।