শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

সম্পর্ক করুন ‘বই পড়ুয়া” নারীদের সঙ্গে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেক পুরুষ বই পড়ুয়া নারীদের সঙ্গ পছন্দ করে না। কোনো নারী যদি বেশি জ্ঞানী হয়, তা অনেক পুরুষই সহজভাবে নিতে পারে না। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মেয়েরা আপনার জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব নারী বইপত্র পড়েন তাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর সুফলও রয়েছে অনেক।  এক নজরে দেখে নিন কী সেগুলো।

১। বিরক্ত করবে না-

যেসব নারী বেশি বই পড়েন, প্রয়োজন ব্যতীত তারা কথা বলেন না। তাই আপনার যখন নীরবতার প্রয়োজন হবে তা সহজেই পাবেন।

২। জ্ঞান বিতরণ-

বেশি পড়ার কারণে অনেক জ্ঞানের সঞ্চার ঘটবে এটাই স্বাভাবিক। তাই আপনার কোনো তথ্যের দরকার হলে কিংবা কোনো  সমস্যায় সর্বাত্মক সহযোগিতা পাবেন।

৩। অর্থপূর্ণ আলোচনা-

বলা হয়ে থাকে, জ্ঞানী মানুষ কম কথা বলে। তাই অকারণে কথা বলে তিনি সময় নষ্ট করবেন না। তার প্রতিটি আলোচনাই অর্থপূর্ণ হবে।

৪। জ্ঞানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি-

একজন জ্ঞানী নারী ভালো করেই তার সঙ্গীর পছন্দ, অপছন্দ বুঝতে পারেন। তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই উপভোগ করতে পারবেন।

৫। জীবন হবে গোছানো-

যেসব নারী বেশি বই পড়েন তারা জানেন, কীভাবে জীবনকে গোছাতে হয়। আপনার জীবন যদি অগোছালো হয়, আপনার সঙ্গী তা গুছিয়ে দেবেন।

৬। নিজের মতো থাকতে পারে-

জ্ঞানী নারী কখনোই অতিরঞ্জিত বায়না করে না। আপনার অনুপস্থিতিতে কীভাবে নিজেকে তিনি সামলাবেন, তিনি তা ভালো করেই জানেন।

৭। খুব ভালো শ্রোতা-

জ্ঞানী মানুষরা অনেক পরিপক্ব হয়। আপনার কথা শোনার মতো ধৈর্য আর মানসিকতা তার থাকবে। শুধু তাই নয়, আপনার সমস্যা শুনে সেটার সমাধানও দিতে পারবেন।

সূত্রঃ বোল্ডস্কাই ওয়েবসাইট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

সম্পর্ক করুন ‘বই পড়ুয়া” নারীদের সঙ্গে !

আপডেট সময় : ০১:০৯:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

অনেক পুরুষ বই পড়ুয়া নারীদের সঙ্গ পছন্দ করে না। কোনো নারী যদি বেশি জ্ঞানী হয়, তা অনেক পুরুষই সহজভাবে নিতে পারে না। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মেয়েরা আপনার জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব নারী বইপত্র পড়েন তাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর সুফলও রয়েছে অনেক।  এক নজরে দেখে নিন কী সেগুলো।

১। বিরক্ত করবে না-

যেসব নারী বেশি বই পড়েন, প্রয়োজন ব্যতীত তারা কথা বলেন না। তাই আপনার যখন নীরবতার প্রয়োজন হবে তা সহজেই পাবেন।

২। জ্ঞান বিতরণ-

বেশি পড়ার কারণে অনেক জ্ঞানের সঞ্চার ঘটবে এটাই স্বাভাবিক। তাই আপনার কোনো তথ্যের দরকার হলে কিংবা কোনো  সমস্যায় সর্বাত্মক সহযোগিতা পাবেন।

৩। অর্থপূর্ণ আলোচনা-

বলা হয়ে থাকে, জ্ঞানী মানুষ কম কথা বলে। তাই অকারণে কথা বলে তিনি সময় নষ্ট করবেন না। তার প্রতিটি আলোচনাই অর্থপূর্ণ হবে।

৪। জ্ঞানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি-

একজন জ্ঞানী নারী ভালো করেই তার সঙ্গীর পছন্দ, অপছন্দ বুঝতে পারেন। তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই উপভোগ করতে পারবেন।

৫। জীবন হবে গোছানো-

যেসব নারী বেশি বই পড়েন তারা জানেন, কীভাবে জীবনকে গোছাতে হয়। আপনার জীবন যদি অগোছালো হয়, আপনার সঙ্গী তা গুছিয়ে দেবেন।

৬। নিজের মতো থাকতে পারে-

জ্ঞানী নারী কখনোই অতিরঞ্জিত বায়না করে না। আপনার অনুপস্থিতিতে কীভাবে নিজেকে তিনি সামলাবেন, তিনি তা ভালো করেই জানেন।

৭। খুব ভালো শ্রোতা-

জ্ঞানী মানুষরা অনেক পরিপক্ব হয়। আপনার কথা শোনার মতো ধৈর্য আর মানসিকতা তার থাকবে। শুধু তাই নয়, আপনার সমস্যা শুনে সেটার সমাধানও দিতে পারবেন।

সূত্রঃ বোল্ডস্কাই ওয়েবসাইট।