মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে চোলাইমদসহ দুই মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বসতঘর থেকে আধ মন চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (২৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর বাজারের মুচি পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আকটকৃতদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন উত্তর দেনায়েতপুর গ্রামের বিজয়ের স্ত্রী শেফালী রানী ও রায়পুর মুচি পট্টি এলাকার মুচি বাড়ীর রাজ বল্লমের স্ত্রী কাজল রানী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, থানা সূত্র জানাযায়, দীর্ঘদিন হতে কাজল রানী ও শেফালী রানী রায়পুর বাজারের বিভিন্ন স্থানে চোলাইমদ বোতলজাত করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেফালী রানীকে এবং পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাজল রানীকে আটক করা হয়ছে। রায়পুর থানার এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার
১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ