শিরোনাম :
Logo সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন Logo বর্ষায় মসলা সংরক্ষণের ৫ উপায় Logo ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ Logo সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ Logo ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল নাপা সেন্টার Logo জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – মির্জা গালিব Logo গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়লো Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ………….সাখাওয়াত জামিল সৈকত

ঘরেই তৈরি করুন ‘চিকেন মাঞ্চুরিয়ান’

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাইরে খেতে গেলে অনেকেরই পছন্দের শীর্ষে থাকে ‘চিকেন মাঞ্চুরিয়ান’। কিন্তু চাইলে তো সময় করে রোজ রোজ রেস্টুরেন্টে বসা যায় না। সময় ও অর্থেরও ব্যাপার আছে। কিন্তু আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন ‘চিকেন মাঞ্চুরিয়ান’।

উপকরণ :
হাড়ছাড়া মুরগির বুকের মাংস- ৫০০ গ্রাম কর্ণ ফ্লাওয়ার -৪ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১টি (ফেটানো ) গোল মরিচ -১/২ চা চামচ রসুন -৬ কোয়া (মিহি কিমা) আদা- ২ টেবিল চামচ (মিহি কিমা) কাঁচা মরিচ – ৬ টি চিকেন স্টক – ১ কাপ সয়া সস -৩ চা চামচ চিনি -১/৪ চা চামচ টেস্টিং সল্ট- ১ চা চামচ পেঁয়াজ – ১ টি মাঝারি (কুচানো) পেঁয়াজ পাতা পাতা -২ টেবিল চামচ (কুচানো ) তেল – ভাজার জন্য ও পরে ৩ টেবিল চামচ লবণ-স্বাদ মতো

প্রণালী:
-মুরগির মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তাতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, ১/২ চা চামচ লবণ,১/২ চা চামচ গোল মরিচের গুঁড়া, ময়দা, ১ চা চামচ সয়া সস ও ফেটানো ডিম দিয়ে ভালভাবে মাখিয়ে নিন।
-প্যানে মাঝারি আঁচে ১ কাপ তেল গরম করে মাংসের টুকরা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন ও ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল শুষে নেবার জন্য কিচেন টিস্যুর উপরে রাখুন ।
-মাঞ্চুরিয়ান সস এর জন্য প্যানে ৩ টেবিল চামচ তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি , আদা কুঁচি , রসুন কুঁচি দিয়ে হাল্কা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।
-চুলার আঁচ কমিয়ে তাতে চিকেন স্টক , বাকি সয়া সস , লবন , চিনি, গোল মরিচের গুঁড়া,টেস্টিং সল্ট দিন ও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
-স্টক এর মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে ৫ মিনিট রান্না করুন। যদি সবজি দিতে চান তো এই পর্যায়ে ষ্টক শুকিয়ে গেলে দিতে পারেন। গাজর, বেবি কর্ণ, ক্যাপসিকাম ইত্যাদি দেয়া যায়।
-১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে চিকেন এর মধ্যে দিয়ে আবার ২-৩ মিনিট রান্না করুন । কাঁচা মরিচ ও পেঁয়াজ পাতা ছিটিয়ে নামিয়ে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

ঘরেই তৈরি করুন ‘চিকেন মাঞ্চুরিয়ান’

আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বাইরে খেতে গেলে অনেকেরই পছন্দের শীর্ষে থাকে ‘চিকেন মাঞ্চুরিয়ান’। কিন্তু চাইলে তো সময় করে রোজ রোজ রেস্টুরেন্টে বসা যায় না। সময় ও অর্থেরও ব্যাপার আছে। কিন্তু আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন ‘চিকেন মাঞ্চুরিয়ান’।

উপকরণ :
হাড়ছাড়া মুরগির বুকের মাংস- ৫০০ গ্রাম কর্ণ ফ্লাওয়ার -৪ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১টি (ফেটানো ) গোল মরিচ -১/২ চা চামচ রসুন -৬ কোয়া (মিহি কিমা) আদা- ২ টেবিল চামচ (মিহি কিমা) কাঁচা মরিচ – ৬ টি চিকেন স্টক – ১ কাপ সয়া সস -৩ চা চামচ চিনি -১/৪ চা চামচ টেস্টিং সল্ট- ১ চা চামচ পেঁয়াজ – ১ টি মাঝারি (কুচানো) পেঁয়াজ পাতা পাতা -২ টেবিল চামচ (কুচানো ) তেল – ভাজার জন্য ও পরে ৩ টেবিল চামচ লবণ-স্বাদ মতো

প্রণালী:
-মুরগির মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তাতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, ১/২ চা চামচ লবণ,১/২ চা চামচ গোল মরিচের গুঁড়া, ময়দা, ১ চা চামচ সয়া সস ও ফেটানো ডিম দিয়ে ভালভাবে মাখিয়ে নিন।
-প্যানে মাঝারি আঁচে ১ কাপ তেল গরম করে মাংসের টুকরা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন ও ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল শুষে নেবার জন্য কিচেন টিস্যুর উপরে রাখুন ।
-মাঞ্চুরিয়ান সস এর জন্য প্যানে ৩ টেবিল চামচ তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি , আদা কুঁচি , রসুন কুঁচি দিয়ে হাল্কা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।
-চুলার আঁচ কমিয়ে তাতে চিকেন স্টক , বাকি সয়া সস , লবন , চিনি, গোল মরিচের গুঁড়া,টেস্টিং সল্ট দিন ও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
-স্টক এর মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে ৫ মিনিট রান্না করুন। যদি সবজি দিতে চান তো এই পর্যায়ে ষ্টক শুকিয়ে গেলে দিতে পারেন। গাজর, বেবি কর্ণ, ক্যাপসিকাম ইত্যাদি দেয়া যায়।
-১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে চিকেন এর মধ্যে দিয়ে আবার ২-৩ মিনিট রান্না করুন । কাঁচা মরিচ ও পেঁয়াজ পাতা ছিটিয়ে নামিয়ে নিন।