রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ে (জেডিপি) পাঠাভ্যাসের গুরুত্ববিষয়ক আলোচনা ও পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ এপ্রিল রবিবার বিশ্ব বই দিবস উপলক্ষে বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের বই পড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ ১শ’ ৩১ জন শিক্ষার্থীদের মাঝে ২শ’ টি বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোকতেল হোসেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য নেজাতব আলী, রফিকুল আলম, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। অন্যন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোফাজ্জল হোসেন, এম.এ জিন্নাহ সহ অন্যন্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।