নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটি ছাড়িয়েছে। আর মাসিক হিসেবে এমন সংখ্যক ব্যবহারকারী মেসেঞ্জার ব্যবহার করছেন।
২০১১ সালের ৯ আগস্ট মেসেজ আদান-প্রদানের স্বতন্ত্র প্লাটফর্ম হিসেবে মেসেঞ্জার চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, যা শুরুতে ইতিবাচক সাড়া না পেলেও বর্তমানের তা ১২০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। যার মধ্যে গত ৮ মাসে ব্যবহারকারী বেড়েছে ২০ কোটি।
২০১৫ সালে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণ চালু করা হয়। ফলে স্মার্টফোন ও অন্যান্য মোবাইল ডিভাইস থেকে মেসেজ আদান-প্রদান এবং ছবি পাঠানো সহজতর হয়ে ওঠে। মূলত এর পর থেকেই অ্যাপটির গ্রাহক প্রবৃদ্ধির গতি বেড়ে যায়। ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার উপযোগী করতে অর্থ লেনদেনসেবার পাশাপাশি অডিও-ভিডিও কলিং ফিচার যুক্ত করা হয় মেসেঞ্জার প্লাটফর্মে।
সূত্র: গেজেট থ্রি-সিক্সটি ডিগ্রি