শিরোনাম :

আপনার ক্যারিয়ার ধ্বংসের জন্য যে কারণগুলো দায়ী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৬:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

* চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েই অসচেতনতা

আজকাল অনেক কোনো প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে অনেক সময় বসে থাকতে হয়। সেই সময় থেকেই কিন্তু প্রার্থীদের ওপর নজরদারি শুরু করে কর্তৃপক্ষ। আপনি যদি জীবনবৃত্তান্ত হাতে নিয়ে সোফায় গা এলিয়ে পড়ে থাকেন, তাহলে সর্বনাশ। আপনাকে অসচেতন এবং অবসাদগ্রস্ত মনে করবে প্রতিষ্ঠান। কাজেই আচরণে চটপটে থাকুন।

* ঘুমকাতুরে স্বভাব
আপনি হয়তো রাতে ঘুমের ব্যাঘাতের কারণে সকালে অফিসে ঝিমুতে থাকেন। কিন্তু অফিস ঘুমানোর জায়গা নয়। বস দেখলেই বুঝে নেবেন, আপনি কাজের জন্য ফিট নন।
* সব সময় আলসেমি ভাব
চাকরিতে যোগদানের আগে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাটাই আপনার চ্যালেঞ্জ। যদি আলসেমির কারণে নিজের কাজ না করেন, তো বিপদটা আপনারই। বরং দায়িত্ব শেষে আরো বাড়তি কাজ করার চেষ্টা করুন। এতে খুব দ্রুত উন্নতি ঘটবে আপনার।
* বিচ্ছিন্ন থাকার মানসিকতা
আসলে অফিস এমন কর্মী চায়, যে কিনা দলবদ্ধ হয়ে কাজ করতে পারে। বিচ্ছিন্ন মানসিকতার কর্মীর প্রতি আগ্রহ হারায় কর্তৃপক্ষ। কাজেই সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। নয়তো বেশি দূর এগোতে পারবেন না।
* ছোটখাটো চুরি
বিভিন্ন গবেষণায় বলা হয়, অফিস থেকে কর্মীদের ছোটখাটো জিনিস চুরি অত্যন্ত বাজে ঘটনা। অনেকে এটাকে চুরি বলে মনে করেন না। তাঁরা ভাবেন, না বলে ছোট একটা জিনিসই তো নিয়েছি। কিন্তু প্রতিষ্ঠানের কাছে এটা বড় ধরনের চুরি।
* সবসময়ই দেরি করে আসা
অফিসে দেরি করে আসলে সহকর্মীরা ভাববেন, আপনি তাদের সময়ের কোনো মূল্য দিচ্ছেন না। এতে আপনাকে অন্যের প্রতি অশ্রদ্ধাশীল এবং যত্নহীন মনে হবে। সুতরাং যেকোনো মূল্যে সবসময়ই সময় মতো অফিসে হাজির থাকুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

আপনার ক্যারিয়ার ধ্বংসের জন্য যে কারণগুলো দায়ী !

আপডেট সময় : ০১:৫৬:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

* চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েই অসচেতনতা

আজকাল অনেক কোনো প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে অনেক সময় বসে থাকতে হয়। সেই সময় থেকেই কিন্তু প্রার্থীদের ওপর নজরদারি শুরু করে কর্তৃপক্ষ। আপনি যদি জীবনবৃত্তান্ত হাতে নিয়ে সোফায় গা এলিয়ে পড়ে থাকেন, তাহলে সর্বনাশ। আপনাকে অসচেতন এবং অবসাদগ্রস্ত মনে করবে প্রতিষ্ঠান। কাজেই আচরণে চটপটে থাকুন।

* ঘুমকাতুরে স্বভাব
আপনি হয়তো রাতে ঘুমের ব্যাঘাতের কারণে সকালে অফিসে ঝিমুতে থাকেন। কিন্তু অফিস ঘুমানোর জায়গা নয়। বস দেখলেই বুঝে নেবেন, আপনি কাজের জন্য ফিট নন।
* সব সময় আলসেমি ভাব
চাকরিতে যোগদানের আগে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাটাই আপনার চ্যালেঞ্জ। যদি আলসেমির কারণে নিজের কাজ না করেন, তো বিপদটা আপনারই। বরং দায়িত্ব শেষে আরো বাড়তি কাজ করার চেষ্টা করুন। এতে খুব দ্রুত উন্নতি ঘটবে আপনার।
* বিচ্ছিন্ন থাকার মানসিকতা
আসলে অফিস এমন কর্মী চায়, যে কিনা দলবদ্ধ হয়ে কাজ করতে পারে। বিচ্ছিন্ন মানসিকতার কর্মীর প্রতি আগ্রহ হারায় কর্তৃপক্ষ। কাজেই সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। নয়তো বেশি দূর এগোতে পারবেন না।
* ছোটখাটো চুরি
বিভিন্ন গবেষণায় বলা হয়, অফিস থেকে কর্মীদের ছোটখাটো জিনিস চুরি অত্যন্ত বাজে ঘটনা। অনেকে এটাকে চুরি বলে মনে করেন না। তাঁরা ভাবেন, না বলে ছোট একটা জিনিসই তো নিয়েছি। কিন্তু প্রতিষ্ঠানের কাছে এটা বড় ধরনের চুরি।
* সবসময়ই দেরি করে আসা
অফিসে দেরি করে আসলে সহকর্মীরা ভাববেন, আপনি তাদের সময়ের কোনো মূল্য দিচ্ছেন না। এতে আপনাকে অন্যের প্রতি অশ্রদ্ধাশীল এবং যত্নহীন মনে হবে। সুতরাং যেকোনো মূল্যে সবসময়ই সময় মতো অফিসে হাজির থাকুন।