শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

গাজীপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ-অগ্নিসংযোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে মাহতাব উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাওনা চৌরাস্তা মোহা সিএনজি স্টেশনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। আইনিভাবে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিলে সকাল সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। সড়ক অবরোধের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

মাহতাব উদ্দিন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী ছিলেন। ডিবি পুলিশের দাবি তাকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে গাজীপুরের ডিবি পুলিশ মাহতাব উদ্দিনকে তার বাড়ি চন্নাপাড়া থেকে মাদকের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। একই সময়ে গাজীপুর জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী মুলাইদ গ্রামের লিয়াকত ফকিরকেও গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে চারদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তায় জড়ো হয়। পরে লিয়াকত ফকিরকে মাওনা চৌরাস্তায় ছেড়ে যায় পুলিশ। এ ঘটনার পর মাহতাব উদ্দিনের মুক্তির দাবিতে নেতাকর্মীরা মাওনা চৌরাস্তা মোহা সিএনজি স্টেশনের সামনে মহাসড়কে অবরোধ তৈরি করে। মাহতাব উদ্দিনকে নিঃশর্ত মুক্তির আশ্বাস দেয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধে সড়কের চারটি লেনের উভয়মুখী যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এসময় গাজীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল খায়ের বিএসসি, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর হামজা, গাজীপুর জেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হিুমু, যুবলীগ নেতা নূরে আলম মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রিপন ওই নেতার মুক্তির দাবিতে মহাসড়কে পথসভায় বক্তব্য দেন। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও আশপাশের এলাকার নারী পুরুষসহ বিপুল সংখ্যক লোকজন অবরোধে অংশ নেয়।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জানান, শ্রীপুর উপজেলা নির্বাচনে মাহতাব উদ্দিন তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। জেলা আওয়ামী লীগের অনুমোদনের অপেক্ষায় থাকা পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে তার নাম রয়েছে। মাহতাবের মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

তিনি আরও বলেন, এটা পুলিশের একটা বাণিজ্য। এর আগে জানুয়ারি মাসেও ব্যবসায়ী আবুল কালামের মুড়ির কারখানায় সার মেশানোর অভিযোগ এনে গোয়েন্দা পুলিশ ঘুষ দাবি করে। ঘুষের টাকা না দেয়ায় কয়েকজনকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ ঘটনায় তখন চার পুলিশও প্রত্যাহার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মাহতাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তাকে রাত আড়াইটার দিকে তার এলাকা থেকে ২শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাহতাব উদ্দিন ছাড়া অন্য কাউকে ছেড়ে দেয়া বা আটকের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ শ্রীপুরের বাসা থেকে জেলা আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে আটক করে নিয়েছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৫টা দিকে থেকে এলাকাবাসী লাঠি-সোটা হাতে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ, টায়ারে অগ্নিসংযোগ ও অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলা ও হাইওয়ে পুলিশের অনুরোধে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে অবরোধ তুলে নিয়েছেন। সড়ক অবরোধের ঘটনায় শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলন হাবিবুর রহমান, আওয়ামী লীগ আব্দুল লতিফ, আইয়ুব হোসেন ভূইয়াসহ ৭ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

গাজীপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ-অগ্নিসংযোগ !

আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে মাহতাব উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাওনা চৌরাস্তা মোহা সিএনজি স্টেশনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। আইনিভাবে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিলে সকাল সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। সড়ক অবরোধের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

মাহতাব উদ্দিন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী ছিলেন। ডিবি পুলিশের দাবি তাকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে গাজীপুরের ডিবি পুলিশ মাহতাব উদ্দিনকে তার বাড়ি চন্নাপাড়া থেকে মাদকের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। একই সময়ে গাজীপুর জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী মুলাইদ গ্রামের লিয়াকত ফকিরকেও গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে চারদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তায় জড়ো হয়। পরে লিয়াকত ফকিরকে মাওনা চৌরাস্তায় ছেড়ে যায় পুলিশ। এ ঘটনার পর মাহতাব উদ্দিনের মুক্তির দাবিতে নেতাকর্মীরা মাওনা চৌরাস্তা মোহা সিএনজি স্টেশনের সামনে মহাসড়কে অবরোধ তৈরি করে। মাহতাব উদ্দিনকে নিঃশর্ত মুক্তির আশ্বাস দেয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধে সড়কের চারটি লেনের উভয়মুখী যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এসময় গাজীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল খায়ের বিএসসি, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর হামজা, গাজীপুর জেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হিুমু, যুবলীগ নেতা নূরে আলম মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রিপন ওই নেতার মুক্তির দাবিতে মহাসড়কে পথসভায় বক্তব্য দেন। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও আশপাশের এলাকার নারী পুরুষসহ বিপুল সংখ্যক লোকজন অবরোধে অংশ নেয়।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জানান, শ্রীপুর উপজেলা নির্বাচনে মাহতাব উদ্দিন তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। জেলা আওয়ামী লীগের অনুমোদনের অপেক্ষায় থাকা পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে তার নাম রয়েছে। মাহতাবের মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

তিনি আরও বলেন, এটা পুলিশের একটা বাণিজ্য। এর আগে জানুয়ারি মাসেও ব্যবসায়ী আবুল কালামের মুড়ির কারখানায় সার মেশানোর অভিযোগ এনে গোয়েন্দা পুলিশ ঘুষ দাবি করে। ঘুষের টাকা না দেয়ায় কয়েকজনকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ ঘটনায় তখন চার পুলিশও প্রত্যাহার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মাহতাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তাকে রাত আড়াইটার দিকে তার এলাকা থেকে ২শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাহতাব উদ্দিন ছাড়া অন্য কাউকে ছেড়ে দেয়া বা আটকের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ শ্রীপুরের বাসা থেকে জেলা আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে আটক করে নিয়েছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৫টা দিকে থেকে এলাকাবাসী লাঠি-সোটা হাতে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ, টায়ারে অগ্নিসংযোগ ও অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলা ও হাইওয়ে পুলিশের অনুরোধে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে অবরোধ তুলে নিয়েছেন। সড়ক অবরোধের ঘটনায় শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলন হাবিবুর রহমান, আওয়ামী লীগ আব্দুল লতিফ, আইয়ুব হোসেন ভূইয়াসহ ৭ জনকে আটক করা হয়েছে।