শিরোনাম :

গরমকালে চুল ভাল রাখতে করণীয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গরমে সঠিক যত্নের অভাবে চুলের মারাত্মক ক্ষতি হয়। চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। যার ফলে নতুন করে চুল গজানোর হার একেবারেই কমে যায়। এবং চুল পড়ার হার অনেকাংশে বৃদ্ধি পায়। এসকল কারণে চুল হয়ে যায় পাতলা এবং একেবারে নিষ্প্রাণ। তাই এখন থেকেই যত্ন নিতে শুরু করুন মাথার চুলের। আমাদের আজকের এই প্রতিবেদনে গরমকালে চুল ভাল রাখার কয়েকটি খুব সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হল। একবার দেখে নেওয়া যাক সেগুলি—

১। হিট ট্রিটমেন্ট—

গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন, এ সময়ে এমন কোনও হেয়ারস্টাইল না করতে, যাতে হিট দেওয়ার প্রয়োজন হয়।

২। গরম তেল—

নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভাল করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তার পরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুল এতে বেশ নরম থাকে।

৩। রোজ চুল না ধোয়াই ভাল—

রোজ রোজ চুলে শ্যাম্পু করলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন, কোনও প্রাকৃতিক ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে।

৪। ভিজে অবস্থায় মাথায় চিরুনি নয়—

ভিজে চুলে চিরুনি কখনই নয়। এতে চুল ওঠে বেশি মাত্রায়। একই সঙ্গে চেষ্টা করুন, মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে।

৫। নাইট ট্রিটমেন্ট—

আপনার চুল যদি ড্রাই বা ফ্রিজি হয়, তা হলে রাতে শোয়ার আগে ‘লিভ ইন’ কন্ডিশনার লাগিয়ে মাথায় তোয়ালে জড়িয়ে নিন। সকালে অবশ্যই ফল পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

গরমকালে চুল ভাল রাখতে করণীয় !

আপডেট সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

গরমে সঠিক যত্নের অভাবে চুলের মারাত্মক ক্ষতি হয়। চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। যার ফলে নতুন করে চুল গজানোর হার একেবারেই কমে যায়। এবং চুল পড়ার হার অনেকাংশে বৃদ্ধি পায়। এসকল কারণে চুল হয়ে যায় পাতলা এবং একেবারে নিষ্প্রাণ। তাই এখন থেকেই যত্ন নিতে শুরু করুন মাথার চুলের। আমাদের আজকের এই প্রতিবেদনে গরমকালে চুল ভাল রাখার কয়েকটি খুব সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হল। একবার দেখে নেওয়া যাক সেগুলি—

১। হিট ট্রিটমেন্ট—

গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন, এ সময়ে এমন কোনও হেয়ারস্টাইল না করতে, যাতে হিট দেওয়ার প্রয়োজন হয়।

২। গরম তেল—

নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভাল করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তার পরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুল এতে বেশ নরম থাকে।

৩। রোজ চুল না ধোয়াই ভাল—

রোজ রোজ চুলে শ্যাম্পু করলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন, কোনও প্রাকৃতিক ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে।

৪। ভিজে অবস্থায় মাথায় চিরুনি নয়—

ভিজে চুলে চিরুনি কখনই নয়। এতে চুল ওঠে বেশি মাত্রায়। একই সঙ্গে চেষ্টা করুন, মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে।

৫। নাইট ট্রিটমেন্ট—

আপনার চুল যদি ড্রাই বা ফ্রিজি হয়, তা হলে রাতে শোয়ার আগে ‘লিভ ইন’ কন্ডিশনার লাগিয়ে মাথায় তোয়ালে জড়িয়ে নিন। সকালে অবশ্যই ফল পাবেন।