মঙ্গলবার | ৪ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ককে সংবর্ধনা Logo ভিপি নূর দিনাজপুরে আগমন সফল করার লক্ষ্যে আলোচনা সভা Logo নির্বাচনকালে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান Logo নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী Logo চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo ভ্যান গাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া। Logo চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শরীফুজ্জামান শরীফ | মাহমুদ হাসান খান বাবু Logo নোবিপ্রবিতে ডিএলএইচসি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo ইবিতে শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মার্কেটিং বিভাগের মানববন্ধন Logo ইবিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর!

ভ্যান গাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া।

গতানুগতিকতার বাইরে গিয়ে নিজের সিনেমার প্রচারণায় নেমেছেন অভিনেতা রাসেল মিয়া, তার আসন্ন ছবি গোয়ায় এর জন্য তিনি নিজেই ভ্যানগাড়ি চালিয়ে অভিনব প্রচার চালাচ্ছেন,সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান, সামনে মাইক –এই ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাধারণ দর্শকদের মধ্যে
​’গোয়ার’ ছবিটি প্রযোজনা করেছে জয় যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর,এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব,রাসেল মিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন জলি,মিশা সওদাগর,হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু,মনজুর আলম,ডেঞ্জার নাসিম,জামাল পাটোয়ারী, সহ আর-ও অনেকে।

ছবিটি ১৪ই নভেম্বর ২০২৫, শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে। জনতার সঙ্গে মিশে প্রচারের বিষয়টি​ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই ভিন্নধর্মী প্রচারণার কারণ ব্যাখ্যা করেছেন নায়ক রাসেল মিয়া। যারা তার এই ‘রাস্তায় নামা’নিয়ে ভ্রুকুটি করছেন, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন:​”যারা গোয়ার সিনেমা প্রচার ঘিরে আমার রাস্তায় নামা নিয়ে ভ্রুকুটি করছেন,আমি সেই অভিজাত দলের অংশ নই, আমার জীবন, আমার অনুপ্রেরণা-সবটাই এই দেশের সাধারণ মানুষগুলিকে ঘিরে, আমার প্রতিটি সিনেমা হয়ে থাকে এবং সামনেও হয়ে থাকবে গণমানুষের সিনেমা, দেওয়ালের চারধারে একা থাকার নিরবচ্ছিন্ন সুখ আমার পছন্দ নয়!

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই চেষ্টা, সিনেমার প্রতি তার দায়বদ্ধতা এবং গণমানুষের অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে।​

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে রাসেল মিয়া এবং ‘গোয়ার.টিম দর্শকদের সহযোগিতা কামনা করেছেন। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন,​১৪ই নভেম্বর গোয়ার সিনেমাটি শুভ মুক্তি সকলের সহযোগিতা আমাদের কাম্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ককে সংবর্ধনা

ভ্যান গাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া।

আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

গতানুগতিকতার বাইরে গিয়ে নিজের সিনেমার প্রচারণায় নেমেছেন অভিনেতা রাসেল মিয়া, তার আসন্ন ছবি গোয়ায় এর জন্য তিনি নিজেই ভ্যানগাড়ি চালিয়ে অভিনব প্রচার চালাচ্ছেন,সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান, সামনে মাইক –এই ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাধারণ দর্শকদের মধ্যে
​’গোয়ার’ ছবিটি প্রযোজনা করেছে জয় যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর,এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব,রাসেল মিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন জলি,মিশা সওদাগর,হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু,মনজুর আলম,ডেঞ্জার নাসিম,জামাল পাটোয়ারী, সহ আর-ও অনেকে।

ছবিটি ১৪ই নভেম্বর ২০২৫, শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে। জনতার সঙ্গে মিশে প্রচারের বিষয়টি​ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই ভিন্নধর্মী প্রচারণার কারণ ব্যাখ্যা করেছেন নায়ক রাসেল মিয়া। যারা তার এই ‘রাস্তায় নামা’নিয়ে ভ্রুকুটি করছেন, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন:​”যারা গোয়ার সিনেমা প্রচার ঘিরে আমার রাস্তায় নামা নিয়ে ভ্রুকুটি করছেন,আমি সেই অভিজাত দলের অংশ নই, আমার জীবন, আমার অনুপ্রেরণা-সবটাই এই দেশের সাধারণ মানুষগুলিকে ঘিরে, আমার প্রতিটি সিনেমা হয়ে থাকে এবং সামনেও হয়ে থাকবে গণমানুষের সিনেমা, দেওয়ালের চারধারে একা থাকার নিরবচ্ছিন্ন সুখ আমার পছন্দ নয়!

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই চেষ্টা, সিনেমার প্রতি তার দায়বদ্ধতা এবং গণমানুষের অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে।​

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে রাসেল মিয়া এবং ‘গোয়ার.টিম দর্শকদের সহযোগিতা কামনা করেছেন। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন,​১৪ই নভেম্বর গোয়ার সিনেমাটি শুভ মুক্তি সকলের সহযোগিতা আমাদের কাম্য।